১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

  • Update Time : ১২:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 135

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার ক্ষেপণাস্ত্রে মধ্য ইউক্রেনের বিমানবন্দর ধ্বংস
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, নতুন বছর ২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।

জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। এরইমধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পালে জোর হাওয়া লাগে। এর ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

সূত্র: বিবিসি বাংলা

Tag :

Please Share This Post in Your Social Media


১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

Update Time : ১২:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার ক্ষেপণাস্ত্রে মধ্য ইউক্রেনের বিমানবন্দর ধ্বংস
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, নতুন বছর ২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।

জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। এরইমধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পালে জোর হাওয়া লাগে। এর ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

সূত্র: বিবিসি বাংলা