অনন্য মাইলফলকের সামনে মুশফিক
- Update Time : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / 173
স্পোর্টস ডেস্কঃ
চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতেই নিজের শততম ম্যাচ খেলতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
শুক্রবার (৪ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এক ভিডিওবার্তায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজীদ-উল-ইসলাম।
সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই ম্যাচের মধ্যেদিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলবেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ৬ ফিফটিতে ১৪৬৫ রান করেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।
এদিকে মুশফিকের ইনজুরির বিষয়ে দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘বুধবার মুশফিকুর রহিমের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগার পরে আমরা এক্স-রে করিয়েছিলাম। সেখানে কোনো ফ্র্যাকচার বা এ জাতীয় কিছু ধরা পড়েনি। তো বৃহস্পতিবার আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। সেখানেও কোনো অস্বাভাবিক কিছু আসেনি। মুশফিক আজ নেটে স্পিন-পেস দুই বোলিংয়ে ব্যাটিং করেছে, থ্রো ডাউন করেছে। সে এখন পুরো ফিট। শেষ ম্যাচের জন্য মুশফিক ফিট থাকবেন।’
শনিবার (৫ মার্চ) খেলাটি শুরু হবে বিকাল ৩টায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।