ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসির-মুনিমের অভিষেক

  • Update Time : ০৩:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / 154

স্পোর্টস ডেস্কঃ

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দল। সেইসঙ্গে এই ম্যাচ দিয়েই সংক্ষিপ্ত এই ভার্সনে অভিষেক হচ্ছে দুই টাইগারের।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে আলোচিত ব্যাটার মুনিম শাহরিয়ারের। যিনি প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এছাড়া টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরীর।

মুনিম জায়গা পেলেও একাদশে আছেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। তবে টি-টোয়েন্টির দলে ফিরলেও চোটের কারণে একাদশে ফেরা হয়নি মুশফিকুর রহিমের। একাদশে নেই তাসকিন আহমেদও। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাই পেস ইউনিট সামলাবেন তরুণ শরিফুল ইসলাম।

এদিকে, আফগানিস্তানের হয়েও এই ম্যাচে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন- দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজল হক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

Tag :

Please Share This Post in Your Social Media


ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসির-মুনিমের অভিষেক

Update Time : ০৩:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

স্পোর্টস ডেস্কঃ

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দল। সেইসঙ্গে এই ম্যাচ দিয়েই সংক্ষিপ্ত এই ভার্সনে অভিষেক হচ্ছে দুই টাইগারের।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে আলোচিত ব্যাটার মুনিম শাহরিয়ারের। যিনি প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এছাড়া টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরীর।

মুনিম জায়গা পেলেও একাদশে আছেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। তবে টি-টোয়েন্টির দলে ফিরলেও চোটের কারণে একাদশে ফেরা হয়নি মুশফিকুর রহিমের। একাদশে নেই তাসকিন আহমেদও। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাই পেস ইউনিট সামলাবেন তরুণ শরিফুল ইসলাম।

এদিকে, আফগানিস্তানের হয়েও এই ম্যাচে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন- দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজল হক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।