ইউক্রেন যুদ্ধে ৪৯৮ রুশ সেনা নিহত

  • Update Time : ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / 136

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। আহত হয়েছেন আরও ১ হাজার ৫৯৭ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। এরইমধ্যে দেশটির বিভিন্ন শহরে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের বহু সেনা ও বেসামরিক লোকজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেঙ্কো বুধবার ‘অগণিত মৃত্যু’র খবর প্রত্যাখ্যান করেন। তিনি এটাকে ‘ভুল তথ্য’ বলে বর্ণনা করেন।

তিনি নিশ্চিত করেন যে, যেসব রুশ সেনারা ইউক্রেনে নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

তবে ইউক্রেন বলছে, যে সংখ্যাটি রাশিয়া বলছে, তার চেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছেন। এর আগে সেনাদের প্রাণহানীর কথা স্বীকার করেছিল রাশিয়া। তবে তারা সংখ্যা উল্লেখ করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেঙ্কো দাবি করেন, যুদ্ধে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৭০০ জন।

তিনি জানান, রুশ বাহিনী ৫৭২ জন ইউক্রেনীয় সেনাকে আটক করেছে। ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি। এ ছাড়া স্বাধীনভাবে এ তথ্যও যাচাই করা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউক্রেন যুদ্ধে ৪৯৮ রুশ সেনা নিহত

Update Time : ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। আহত হয়েছেন আরও ১ হাজার ৫৯৭ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। এরইমধ্যে দেশটির বিভিন্ন শহরে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের বহু সেনা ও বেসামরিক লোকজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেঙ্কো বুধবার ‘অগণিত মৃত্যু’র খবর প্রত্যাখ্যান করেন। তিনি এটাকে ‘ভুল তথ্য’ বলে বর্ণনা করেন।

তিনি নিশ্চিত করেন যে, যেসব রুশ সেনারা ইউক্রেনে নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

তবে ইউক্রেন বলছে, যে সংখ্যাটি রাশিয়া বলছে, তার চেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছেন। এর আগে সেনাদের প্রাণহানীর কথা স্বীকার করেছিল রাশিয়া। তবে তারা সংখ্যা উল্লেখ করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেঙ্কো দাবি করেন, যুদ্ধে ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৭০০ জন।

তিনি জানান, রুশ বাহিনী ৫৭২ জন ইউক্রেনীয় সেনাকে আটক করেছে। ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি। এ ছাড়া স্বাধীনভাবে এ তথ্যও যাচাই করা যায়নি।