আবাসিক হলগুলোতে ফুলের বাগান করার আহ্বান জানিয়েছে ঢাবি ছাত্রলীগ
- Update Time : ১২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / 214
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
আবাসিক হলগুলোতে বাগান করতে হল শাখা ছাত্রলীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীরা যেন একটি মনোরম ফুলবাগান থেকে সুবাস নিতে পারেন, ক্লান্তি-জরা ভুলতে বাগানের দিকে তাকিয়ে প্রশান্তি পেতে পারেন, সে জন্য এই উদ্যোগ।
শিক্ষার্থীরা যাতে সুন্দরতম ফুল বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান ‘শেখ রাসেলের’ মতো করে নিজেকে কল্পনা করতে পারেন, সেই লক্ষ্যে বাগান তৈরিই হবে শিক্ষার্থীদের প্রতি হল শাখা ছাত্রলীগের নতুন নেতৃত্বের ‘বসন্ত বাতাস’।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এতে স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি তে আরও বলা হয়, বাগানের কুসুমকোমল ফুল থেকে দেশরত্নের মতো দৃঢ়কঠিন মানুষ হওয়ার সাহস পেতে পারে, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের প্রতি একটি করে বাগান তৈরির আহ্বান জানানো হলো।
প্রসঙ্গত, এ মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।