কথা কবিতা ও গানে আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনে শ্রদ্ধার্ঘ

  • Update Time : ১১:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / 272

স্টাফ রিপোর্টার:

আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের আয়োজনে কথা কবিতা ও গানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর পাঠাগারে এই আয়োজনে অনুষ্ঠিত হয়। এর আগে একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাতৃভাষা দিবসের পটভূমি এবং বাংলা ভাষার বর্তমান বিভিন্ন দিক নিয়ে কথা বলেন, বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মঈনুদ্দিন ভূঁইয়া লিটন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষিকা নুপুর বিশ্বাস, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, কবি, গল্পকার ও সাংবাদিক আশিক বিন রহিম।

অতিথিদের কথার ফাঁকে ফাঁকে দলীয় ও বৃন্দ আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের একঝাঁক শিশু-কিশোর শিল্পীরা।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের প্রশিক্ষক আবু বকর সিদ্দিকের প্রাণবন্ত উপস্থাপনায় গান ও কবিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রশিক্ষক অনিমা পাল, মহিমা লোদ, নিবেদিতা দাস, মমতাজ আক্তার, চয়ন সাহা, জনি দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media


কথা কবিতা ও গানে আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনে শ্রদ্ধার্ঘ

Update Time : ১১:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

স্টাফ রিপোর্টার:

আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের আয়োজনে কথা কবিতা ও গানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর পাঠাগারে এই আয়োজনে অনুষ্ঠিত হয়। এর আগে একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাতৃভাষা দিবসের পটভূমি এবং বাংলা ভাষার বর্তমান বিভিন্ন দিক নিয়ে কথা বলেন, বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মঈনুদ্দিন ভূঁইয়া লিটন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষিকা নুপুর বিশ্বাস, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, কবি, গল্পকার ও সাংবাদিক আশিক বিন রহিম।

অতিথিদের কথার ফাঁকে ফাঁকে দলীয় ও বৃন্দ আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের একঝাঁক শিশু-কিশোর শিল্পীরা।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের প্রশিক্ষক আবু বকর সিদ্দিকের প্রাণবন্ত উপস্থাপনায় গান ও কবিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রশিক্ষক অনিমা পাল, মহিমা লোদ, নিবেদিতা দাস, মমতাজ আক্তার, চয়ন সাহা, জনি দাস প্রমুখ।