পিএসএল থেকে আজীবন নিষিদ্ধ ফকনার
- Update Time : ১০:০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 146
স্পোর্টস ডেস্কঃ
কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলে চুক্তি অনুযায়ী পাওনা না পেয়ে পাকিস্তান সুপার লিগ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেমস ফকনার। এক টুইট বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে জানিয়েছেন বিস্তারিত। বিষয়টিকে মিথ্যাচার ও ভিত্তিহীন আখ্যা দিয়ে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে আজীবন নিষিদ্ধ করেছে পিসিবি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে পিএসএলের নিলামে ফকনারকে কোনোভাবেই অন্তর্ভুক্ত না করার।
তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন প্রতিনিধি হোটেলে ফকনারের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্ষোভে-দুঃখে তার ব্যাট, প্যাড ও হেলমেট হোটেল লবির ফ্লোরে ছুড়ে মারেন। এরপর দেশের বিমান ধরতে বেরিয়ে যান।
সেখান থেকে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফকনার লিখেন, ‘আমি পাকিস্তানের সকল সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তবে পিসিবির আমার চুক্তিকে সম্মান না জানানোয় আমি পিএসএলের শেষ দুই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছি। এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আর খেলবো না। এমন মাঝপথে ছেড়ে যেতে খারাপ লাগছে। কারণ, আমি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার পক্ষে কাজ করতে চেয়েছিলাম। এখানে তরুণ ও প্রতিভাবানদের অভাব নেই। আর সমর্থকরাও দারুণ। তবে পিসিবি এবং পিএসএল আমার সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে। আশা করছি সকলে আমার অবস্থানটা বুঝবেন।’
জানা গেছে, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের টাকা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাধ্যমে। ক্রিকেট বোর্ড ফকনারকে টাকা দিতে গিয়ে ভুলে তার পুরনো একটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। যেটা ফকনার আর ব্যবহার করছেন না। ওই টাকা পিসিবিকে ফেরত আনতে বলে। কিন্তু ব্যাংক থেকে জানানো হয় ওটা ফেরত আনা যাবে না। বিষয়টি নিয়েই চটেছেন ফকনার।
এ ছাড়া কোয়েটা গ্লাডিয়েটর্সের শেষ দুটি ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। অবশ্য ৬ ম্যাচ খেলেও ব্যাট ও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি। আর ব্যাট হাতে রান করেছেন ৪৯টি।