যে জিপিএ পেয়েছি, তাতেই আমি খুশি: দীঘি

  • Update Time : ০৫:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 170

বিনোদন প্রতিবেদক:

সকাল থেকেই দুশ্চিন্তায় ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। কারণ আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর সাড়ে ১২টার দিকে পেলেন কাঙ্ক্ষিত ফলের খবর। কী পেয়েছেন তিনি? জানালেন, যা পেয়েছেন, তাতেই তিনি খুশি।

দীঘির জিপিও কত? জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি এবার ৩.৭৫ পেয়েছি। এই রেজাল্টেই আমি খুশি। আমার অনেক প্রত্যাশা ছিল না। ধরেই নিয়েছিলাম, রেজাল্ট এ রকমই হবে। সত্যি বলতে, আমার কোনো প্রত্যাশাই ছিল না। রেজাল্ট যা-ই হোক, এটা আমি পরীক্ষা দিয়ে পেয়েছি। এই ফল এখন আমি উপভোগ করছি।’ ২০১৯ সালে এসএসসি পাস করে ঢাকার স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন দীঘি।

পরীক্ষার ফল হাতে পেয়ে প্রথম বাবাকে জানিয়েছেন দীঘি। মেয়ের ফল জেনে বাবা অভিনেতা সুব্রতও খুশি। দীঘি বলেন, ‘বাবাকে ছাড়া প্রথম কাকে জানাব? বাবাই আমার সব। বাবা খুশি। যেটা হয়ে গেছে, সেটা আমরা বদলাতে পারব না। এই নিয়ে আমার মন খারাপের কিছু নেই। অভিনয় আমার মূল জায়গা; পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, সেই চিন্তা করছি।’ দীঘি জানান, এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হয়নি তাঁদের। তা ছাড়া এসএসসিতেও তিন বিষয়ে খারাপ করেছিলেন। সেটার একটা প্রভাব এবারের পরীক্ষাতেও পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন দীঘি।

‘কাবুলিওয়ালা’, ‘১ টাকার বউ’, ‘চাচ্চু আমার চাচ্চু’সহ বহু ছবিতে অভিনয় করে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন দীঘি। স্বীকৃতি হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩৬টি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর দীঘি এখন নায়িকার ভূমিকায় অভিনয় শুরু করেছেন। শান্ত খানের নায়িকা হিসেবে তাঁর অভিষেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ মুক্তি পায় গত বছর।

Tag :

Please Share This Post in Your Social Media


যে জিপিএ পেয়েছি, তাতেই আমি খুশি: দীঘি

Update Time : ০৫:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক:

সকাল থেকেই দুশ্চিন্তায় ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। কারণ আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর সাড়ে ১২টার দিকে পেলেন কাঙ্ক্ষিত ফলের খবর। কী পেয়েছেন তিনি? জানালেন, যা পেয়েছেন, তাতেই তিনি খুশি।

দীঘির জিপিও কত? জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি এবার ৩.৭৫ পেয়েছি। এই রেজাল্টেই আমি খুশি। আমার অনেক প্রত্যাশা ছিল না। ধরেই নিয়েছিলাম, রেজাল্ট এ রকমই হবে। সত্যি বলতে, আমার কোনো প্রত্যাশাই ছিল না। রেজাল্ট যা-ই হোক, এটা আমি পরীক্ষা দিয়ে পেয়েছি। এই ফল এখন আমি উপভোগ করছি।’ ২০১৯ সালে এসএসসি পাস করে ঢাকার স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন দীঘি।

পরীক্ষার ফল হাতে পেয়ে প্রথম বাবাকে জানিয়েছেন দীঘি। মেয়ের ফল জেনে বাবা অভিনেতা সুব্রতও খুশি। দীঘি বলেন, ‘বাবাকে ছাড়া প্রথম কাকে জানাব? বাবাই আমার সব। বাবা খুশি। যেটা হয়ে গেছে, সেটা আমরা বদলাতে পারব না। এই নিয়ে আমার মন খারাপের কিছু নেই। অভিনয় আমার মূল জায়গা; পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, সেই চিন্তা করছি।’ দীঘি জানান, এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হয়নি তাঁদের। তা ছাড়া এসএসসিতেও তিন বিষয়ে খারাপ করেছিলেন। সেটার একটা প্রভাব এবারের পরীক্ষাতেও পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন দীঘি।

‘কাবুলিওয়ালা’, ‘১ টাকার বউ’, ‘চাচ্চু আমার চাচ্চু’সহ বহু ছবিতে অভিনয় করে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন দীঘি। স্বীকৃতি হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩৬টি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর দীঘি এখন নায়িকার ভূমিকায় অভিনয় শুরু করেছেন। শান্ত খানের নায়িকা হিসেবে তাঁর অভিষেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ মুক্তি পায় গত বছর।