প্রতিবন্ধী শিশুদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- Update Time : ১২:২১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / 479
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রতিবন্ধী ফোরাম, জাতীয় প্রতিবন্ধী ক্রিয়া সমিতি ও প্রশিসেস আয়োজনে এটিএন বাংলা প্রতিবন্ধী শিশুদের নিয়ে “ অন্য আলোর গল্প” শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার (২৬ জানুয়ারি) এ অনুষ্ঠানটি এটিএন বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিল্পীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকগণসহ প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান উপস্থিত ছিল। সকলেই করোনা কালীন সময়ের সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান উপভোগ করেন।
প্রতিবন্ধী অটিজমসহ সকলের উন্নয়ন এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাথে যুক্ত হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সুজিত রায় নন্দী।
তিনি এই করনাকালে অসহায় পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য বেশি বেশি কাজ করা প্রয়োজন বলে মনে করেন এবং যুগোপযোগী প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ বাস্তবায়নের জন্য তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাথে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সুজিত রায় নন্দী বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা এখন অনেক কিছু করতে পারে, তারা সমাজের বোঝা নয় এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে তাদের অংশীদারিত্ব অর্জন করার জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ তৈরিতে প্রতিবন্ধীরাও অবদান রাখবে বলে বিশ্বাস করি।
প্রতিমাসে এটিএন বাংলায় এই অন্য আলোর গল্প অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।