৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে

  • Update Time : ১২:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / 219

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থীই ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন না।

এ অবস্থায় এই বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে।

বিপিএসসি চেয়ারম্যান আরও বলেন, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media


৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে

Update Time : ১২:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থীই ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন না।

এ অবস্থায় এই বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে।

বিপিএসসি চেয়ারম্যান আরও বলেন, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।