গাড়িচালক নিয়োগে ডিএনসিসির উপ-কমিটি গঠন

  • Update Time : ১২:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • / 162

নিজস্ব প্রতিবেদকঃ

সম্প্রতি ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল এবং রিকশা চালকের মৃত্যুর ঘটনার পর গাড়ি চালকদের নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরপর থেকেই দক্ষ চালক নিয়োগে তৎপর হয়েছে সংস্থা দুটি।

এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত গাড়ি চালক (ভারী) পদে ৪৭ জন চালক নিয়োগে উপ-কমিটি গঠন করেছে ডিএনসিসি।

করপোরেশনের সচিব মোহম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ৭ সদস্যের -কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ অনুযায়ী ৭ সদস্যের উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা এবং বিআরটিএ-এর সংশ্লিষ্ট প্রতিনিধি।

গঠিত উপ-কমিটিকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত প্রার্থী নির্বাচনে সুপারিশ প্রদান করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


গাড়িচালক নিয়োগে ডিএনসিসির উপ-কমিটি গঠন

Update Time : ১২:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

সম্প্রতি ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল এবং রিকশা চালকের মৃত্যুর ঘটনার পর গাড়ি চালকদের নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরপর থেকেই দক্ষ চালক নিয়োগে তৎপর হয়েছে সংস্থা দুটি।

এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত গাড়ি চালক (ভারী) পদে ৪৭ জন চালক নিয়োগে উপ-কমিটি গঠন করেছে ডিএনসিসি।

করপোরেশনের সচিব মোহম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ৭ সদস্যের -কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ অনুযায়ী ৭ সদস্যের উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা এবং বিআরটিএ-এর সংশ্লিষ্ট প্রতিনিধি।

গঠিত উপ-কমিটিকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত প্রার্থী নির্বাচনে সুপারিশ প্রদান করতে হবে।