ক্লাউডভিত্তিক সফটওয়্যার সাবস্ক্রিপশন সেবা চালু করবে নকিয়া
- Update Time : ১১:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / 234
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
ক্লাউডভিত্তিক সফটওয়্যার সাবস্ক্রিপশন পরিষেবা চালু করবে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম জায়ান্ট নকিয়া। বিশ্বের টেলিকম প্রতিষ্ঠানগুলো যাতে তাদের গ্রাহকদের গবেষণা, নিরাপত্তা ও ডাটা ম্যানেজমেন্টে সফটওয়্যার ব্যবহারের সুযোগ দেয়, এর বিস্তারে কাজ করবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
বর্তমানে বিশ্বের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান গতিশীল ব্যবসায়িক ক্ষেত্র তৈরিতে গতানুগতিক ধারার লাইসেন্সিং প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সাবস্ক্রিপশন মডেলের দিকে ঝুঁকছে। চলতি বছর বেশকিছু প্রতিষ্ঠান সাবস্ক্রিপশন প্রক্রিয়ায় নকিয়ার সফটওয়্যার ব্যবহার করবে বলে জানা গেছে। ২০২২ সাল থেকে বাণিজ্যিকভাবে আরো কিছু সফটওয়্যার ব্যবহার শুরু হবে।
এক সাক্ষাত্কারে নকিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক বুন বলেন, ২০১৬ সালে যখন আমরা সফটওয়্যার ডিভিশন চালু করি, তখন ধীরে ধীরে সাবস্ক্রিপশন বিভাগ চালু করাও আমাদের লক্ষ্য ছিল। কিন্তু আমরা কখনই এটি কার্যকর করতে পারিনি