অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের নির্দেশ পুলিশের

  • Update Time : ১২:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • / 171

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সহিংসতা বন্ধে এসব অস্ত্র উদ্ধারের নিদের্শ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর)পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের যথেচ্ছ ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এক হাজার সাতটি ইউনিয়নে তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এর আগে গত বৃহস্পতিবার দেশের ৮৩৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোট ঘিরে সহিংসতায় একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন।এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার জুম মিটিংয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওসিদের থানায় থাকা ‘গান রেজিস্ট্রার’ নিয়মিত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের কারণে থানাগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ঢাকার বাইরের একাধিক পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পুলিশের নিয়মিত কাজ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও সন্দেহভাজন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেওয়ার নির্দেশনাও জারি হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media


অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের নির্দেশ পুলিশের

Update Time : ১২:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সহিংসতা বন্ধে এসব অস্ত্র উদ্ধারের নিদের্শ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর)পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের যথেচ্ছ ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এক হাজার সাতটি ইউনিয়নে তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এর আগে গত বৃহস্পতিবার দেশের ৮৩৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোট ঘিরে সহিংসতায় একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন।এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার জুম মিটিংয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওসিদের থানায় থাকা ‘গান রেজিস্ট্রার’ নিয়মিত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের কারণে থানাগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ঢাকার বাইরের একাধিক পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পুলিশের নিয়মিত কাজ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও সন্দেহভাজন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেওয়ার নির্দেশনাও জারি হয়েছে বলে জানায় পুলিশ।