তেলের দাম কি আমরা বাড়িয়েছি: অর্থমন্ত্রী
- Update Time : ০৪:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / 164
নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব বাজারে দাম বাড়ায় দেশেও তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রশ্ন করেছেন, তেলের দাম কি আমরা বাড়িয়েছি, সরকার বাড়িয়ে দিয়েছে?
বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পাল্টা প্রশ্ন করেন।
করোনায় অনেক মানুষ দরিদ্র হয়েছে, চাকরি হারিয়েছে, পণ্যের দাম বেড়েছে, ডিজেলের দাম বাড়ায় সব পরিবহনের ভাড়া বেড়েছে। সাধারণ মানুষের ওপর এই চাপ দেওয়াটা কতটুকু যৌক্তিক- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুরোটাই যৌক্তিক। সরকার কোথা থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়। তেলের দাম কি আমরা বাড়িয়েছি? সরকার বাড়িয়ে দিয়েছে?
বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করেছে, কিন্তু জ্বালানির দাম কমেনি- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই যে সেফটিনেট প্রকল্পগুলো আছে, এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলো তো শেয়ার করতে হয় না। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলেই নয় সেটা কনজ্যুমারের ওপর দিই।
জ্বালানির দাম বৃদ্ধির ফলে ১০ শতাংশ ভাড়া বাড়ার কথা থাকলেও ২৭ শতাংশ বাড়ানোর বিষয়ে সিপিডির বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাকে দেখতে হবে। আমি দেখে জবাব দেবো। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। তাদের খরচ কতে, চার্জ কতে করেছে সেটি আলোচনা করে জানাব।