রোববার পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে
- Update Time : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / 172
নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক সমিতি। চলমান ধর্মঘট আগামী রোববার (৭ নভেম্বর) পর্যন্ত থাকবে।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চলমান ধর্মঘটের রোববার পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
তিনি বলেন, জ্বালিন দাম বাড়ার পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে আসেনি। রোববার মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিংয়ের আগপর্যন্ত ধর্মঘট চলবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, আমাদের সিদ্ধান্ত মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। প্রতিবেশি দেশ ভারত জ্বালানি তেলের দাম কমায় আর আমাদের দেশে দাম বাড়ায়।
গত বুধবার রাত ১২টা থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে সারাদেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা।