করোনাকালীন বোনাস হিসেবে কর্মীদের ১১ কোটি ইউরো দিচ্ছে আইকিয়া
- Update Time : ১২:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / 220
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রাণঘাতী করোনা চলাকালীন সময়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য কর্মীদের পুরস্কার দিয়েছে সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠান আইকিয়া গ্রুপ। এজন্য কর্মীদের ১১ কোটি ইউরো বা ১২ কোটি ৮০ লাখ ডলার বোনাস দেয়া হয়েছে। খবর এফএমটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে তাদের বেশির ভাগ কার্যক্রমই অনলাইনে চালাতে হয়েছে। এমনকি লকডাউন চলাকালে ফার্নিচার ও গৃহস্থালি সামগ্রী কেনাকাটাও বেশি করেছে মানুষ। ফলে তাদের অনেক ব্যস্ত থাকতে হয়েছে। আইকিয়ার কর্মকর্তা উলরিকা বিয়েসার্ট বলেন, মহামারী আমাদের এমন একটি পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছিল যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মাত্র দুই সপ্তাহের মধ্যে দোকানভিত্তিক বা সশরীরে উপস্থিতির ব্যবসা থেকে অনলাইন ব্যবসায় পরিণত হয়ে গিয়েছিলাম।
বিয়েসার্ট বলেন, গ্রাহকদের সবচেয়ে ভালো উপায়ে সর্বোচ্চ সেবা দিতে প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য কর্মীদের ধন্যবাদ জানাতে এ বোনাস দেয়া হচ্ছে।
আইকিয়ার খুচরা বিক্রির দোকানগুলোর বেশির ভাগ পরিচালনা করে ইংকা হোল্ডিংস। তারা বলছে, এসব বোনাস পাবেন বিশ্বের বিভিন্ন দেশে আইকিয়ার কর্মীরা। মূল বেতনের ওপর নির্ভর করবে বোনাসের পরিমাণ। প্রতিষ্ঠানের বার্ষিক কর্মদক্ষতার ওপর ভিত্তি করে কর্মীরা যে বার্ষিক বোনাস পান, এটি তার সঙ্গে যোগ করে দেয়া হবে।
২০১৯-২০ অর্থবছরে তুলনামূলক লোকসানে থাকলেও কভিড-১৯ মহামারীর সময় ভালোভাবে ব্যবসা সামাল দিয়েছে ইংকা। প্রতিষ্ঠানটি বলছে, লকডাউন ও মহামারী চলাকালে মানুষ গৃহসজ্জার প্রচুর সামগ্রী কিনেছে, যার মুনাফা দিয়ে ব্যবসার অন্য লোকসানগুলো কাটিয়ে ওঠা গেছে। বিশ্বের ৩২টি বাজারে আইকিয়ার ৩৮৯টি দোকান পরিচালনা করে ইংকার, যার অধীনে মোট কর্মীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার।