দীর্ঘ দেড় বছর পর রাবিতে সশরীরে ক্লাস শুরু

  • Update Time : ১০:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • / 170

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার (২১অক্টোবর) থেকে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এতদিন অনলাইনের মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হলেও এখন থেকে সশরীরে ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৮ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণিতে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর একই বছরের আগষ্ট মাসে অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে এলে সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর ২৫৪তম একাডেমিক সভায় আজ থেকে (২১ অক্টোবর) ‘স্বাস্থ্যবিধি’ মেনে সশরীরে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন।

No description available.

সশরীরে ক্লাস শুরুর বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী অশেকা জাইমা খান বলেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে মানসিক প্রশান্তি অনুভব করছি। করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষ থেকে, বন্ধুদের থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু এখন আবার সবার সাথে একই শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পারব এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম বিডি সমাচার কে বলেন, গত দেড় মাস ধরে আমার অনুষদের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলছে। সুতরাং সব কক্ষ খোলা এবং পরিস্কার রয়েছে। শুধু শিক্ষার্থীরা আসলেই ক্লাস শুরু হবে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিডি সমাচার কে বলেন, কোভিড স্ট্যান্ডার্ড ট্র্যাক অনুযায়ী সকল বিভাগকে নির্দেশনা দেওয়া আছে। মাস্ক, স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার এগুলোও দেওয়া হয়েছে বিভাগগুলোতে। যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। আর ক্লাসরুমে স্যানিটাইজার থাকবে যার প্রয়োজন সে ব্যবহার করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


দীর্ঘ দেড় বছর পর রাবিতে সশরীরে ক্লাস শুরু

Update Time : ১০:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার (২১অক্টোবর) থেকে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এতদিন অনলাইনের মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হলেও এখন থেকে সশরীরে ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৮ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণিতে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর একই বছরের আগষ্ট মাসে অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে এলে সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর ২৫৪তম একাডেমিক সভায় আজ থেকে (২১ অক্টোবর) ‘স্বাস্থ্যবিধি’ মেনে সশরীরে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন।

No description available.

সশরীরে ক্লাস শুরুর বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী অশেকা জাইমা খান বলেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে মানসিক প্রশান্তি অনুভব করছি। করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষ থেকে, বন্ধুদের থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু এখন আবার সবার সাথে একই শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পারব এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম বিডি সমাচার কে বলেন, গত দেড় মাস ধরে আমার অনুষদের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলছে। সুতরাং সব কক্ষ খোলা এবং পরিস্কার রয়েছে। শুধু শিক্ষার্থীরা আসলেই ক্লাস শুরু হবে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিডি সমাচার কে বলেন, কোভিড স্ট্যান্ডার্ড ট্র্যাক অনুযায়ী সকল বিভাগকে নির্দেশনা দেওয়া আছে। মাস্ক, স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার এগুলোও দেওয়া হয়েছে বিভাগগুলোতে। যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। আর ক্লাসরুমে স্যানিটাইজার থাকবে যার প্রয়োজন সে ব্যবহার করবে।