জামালপুরে বজ্রপাতে একসঙ্গে ৩ কৃষকের মৃত্যু
- Update Time : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / 199
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় বেগুন ক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছেন।
রবিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দার চর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষক সুন্দর আলী (৬৫), রফিক মিয়া (১৪) ও মোশারফ হোসেন (৪৬)।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই গ্রামের দশানী নদীর পাশে বেগুন ক্ষেতে কৃষকরা কাজ করছিলেন। ৩টার দিকে তাদের ওপর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী।
এ সময় বজ্রাঘাতে একই গ্রামের জিব্রাইল সরদারের ছেলে রফিক মিয়া ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন গুরুতর আহত হন। তাদের মধ্যে রফিককে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে জেলার মেলান্দহ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে তাকে জামালপুরে রেফার্ড করা হলে জামালপুরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ইসলাপুরের ইউএইচএফপিও ডা. এ এ এম আবু তাহের বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।