বর্ণাঢ্য আয়োজনে পালিত হতে যাচ্ছে কক্সবাজারে রথযাত্রা উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / ১৯৪ Time View

অন্তর দে বিশাল, কক্সবাজার :

কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২২।

কর্তৃপক্ষ জানান, পযর্টন নগরী কক্সবাজার সনাতনী সম্প্রদায়ের প্রাণের উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২২ সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে কক্সবাজার শহরের ঘোনা পাড়া শ্রী শ্রী ইসকন মন্দিরে।
বিগত দু’ বছর করোনার জন্য রথযাত্রার উৎসব তেমনভাবে পালিত হয়নি কক্সবাজারে। এবছর সরকারি সমস্ত বিধি মেনেই পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।

আগামী ১লা জুলাই রোজ :শুক্রবার অনুষ্টিত হতে যাওয়া ভগবান শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে
শহরের ঘোনাপাড়া ইসকন্ মন্দির প্রাঙ্গণে দিন ব্যাপী রয়েছে নানারকম মাঙ্গলিক অনুষ্ঠান।

এদিন ভোর ৪:৩০ ঘটিকায় মঙ্গল আরতি। ভোর ৫:৩০ ঘটিকায় সমেবেত হরিনাম জপ। সকাল ৭:৩০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথদেবের রাজ বেশে দর্শন। সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথদেবের যজ্ঞ অনুষ্ঠান।
১২:৩০ মিনিটে ভোগারতি কীর্তন। দুপুর ২:০০ টায় মহাপ্রসাদ ।

বিকাল ৩:০০ ঘটিকায় গোলদিঘীর পাড় চত্বর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহতি ধর্মসভা, বিকাল ৪:০০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালী) পথ নির্দেশনা-
গোলদীঘি চত্বর- ষ্টেডিয়াম রোড- সিভিল সার্জন অফিস সুগন্ধা পয়েন্ট- সুগন্ধা সী-বীচ পয়েন্ট- সী-গাল্ হোটেল রোড- লাবণী পয়েন্ট সিভিল সার্জন রোড- জেলা পরিষদ রোড- আই.বি.পি মাঠ রোড।

ইসকন সূত্রে জানা যায়, শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কক্সবাজার শহরের আই.বি.পি মাঠ রোডস্থ হরিজন পাড়া শ্রী শ্রী হরি মন্দিরে রথ ৭ দিন (ভগবান জগন্নাথদেবের মাসির বাড়ি) অবস্থা করবেন।

আগামী ১লা জুলাই থেকে ৮ জুলাই এই আট’দিন নানা ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরের ঘোনা পাড়া শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে।

সকলকে রথযাত্রা উৎসব ও উক্ত অনুষ্ঠান মালায় প্রতিটি পর্বে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের (ইসকন্) অধ্যক্ষ, শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী।

বিঃ দ্ৰঃ প্রয়োজনে অনুষ্ঠানসূচী পরিবর্তন বা পরিবর্ধন হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য আয়োজনে পালিত হতে যাচ্ছে কক্সবাজারে রথযাত্রা উৎসব

Update Time : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২

অন্তর দে বিশাল, কক্সবাজার :

কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২২।

কর্তৃপক্ষ জানান, পযর্টন নগরী কক্সবাজার সনাতনী সম্প্রদায়ের প্রাণের উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২২ সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে কক্সবাজার শহরের ঘোনা পাড়া শ্রী শ্রী ইসকন মন্দিরে।
বিগত দু’ বছর করোনার জন্য রথযাত্রার উৎসব তেমনভাবে পালিত হয়নি কক্সবাজারে। এবছর সরকারি সমস্ত বিধি মেনেই পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।

আগামী ১লা জুলাই রোজ :শুক্রবার অনুষ্টিত হতে যাওয়া ভগবান শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে
শহরের ঘোনাপাড়া ইসকন্ মন্দির প্রাঙ্গণে দিন ব্যাপী রয়েছে নানারকম মাঙ্গলিক অনুষ্ঠান।

এদিন ভোর ৪:৩০ ঘটিকায় মঙ্গল আরতি। ভোর ৫:৩০ ঘটিকায় সমেবেত হরিনাম জপ। সকাল ৭:৩০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথদেবের রাজ বেশে দর্শন। সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথদেবের যজ্ঞ অনুষ্ঠান।
১২:৩০ মিনিটে ভোগারতি কীর্তন। দুপুর ২:০০ টায় মহাপ্রসাদ ।

বিকাল ৩:০০ ঘটিকায় গোলদিঘীর পাড় চত্বর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহতি ধর্মসভা, বিকাল ৪:০০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালী) পথ নির্দেশনা-
গোলদীঘি চত্বর- ষ্টেডিয়াম রোড- সিভিল সার্জন অফিস সুগন্ধা পয়েন্ট- সুগন্ধা সী-বীচ পয়েন্ট- সী-গাল্ হোটেল রোড- লাবণী পয়েন্ট সিভিল সার্জন রোড- জেলা পরিষদ রোড- আই.বি.পি মাঠ রোড।

ইসকন সূত্রে জানা যায়, শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কক্সবাজার শহরের আই.বি.পি মাঠ রোডস্থ হরিজন পাড়া শ্রী শ্রী হরি মন্দিরে রথ ৭ দিন (ভগবান জগন্নাথদেবের মাসির বাড়ি) অবস্থা করবেন।

আগামী ১লা জুলাই থেকে ৮ জুলাই এই আট’দিন নানা ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরের ঘোনা পাড়া শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে।

সকলকে রথযাত্রা উৎসব ও উক্ত অনুষ্ঠান মালায় প্রতিটি পর্বে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের (ইসকন্) অধ্যক্ষ, শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী।

বিঃ দ্ৰঃ প্রয়োজনে অনুষ্ঠানসূচী পরিবর্তন বা পরিবর্ধন হতে পারে।