রাবিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাইকোথেরাপি ইউনিট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / ১২৭ Time View

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে মানসিক স্বাস্থ্য কেন্দ্রর সাইকোথেরাপি ইউনিট ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ নভেম্বর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পশ্চিম পাশে এক অনুষ্ঠানে সাইকোথেরাপি ইউনিট ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এ সময় তিনি বলেন, বর্তমানে আমাদের যে অবস্থা সেই প্রেক্ষিতে মানসিক স্বান্থ্য অত্যান্ত যৌক্তিক একাটি বিষয়। কারণ বর্তমান সময়ে আমরা বেশ কিছু অস্বাভিক আচরণ লক্ষ করেছি। সেই নিরিখে আমরা এই বিষয় টি নিয়ে চিন্তা করছি।এক গবেষণায় দেখা গেছে বর্তমানে প্রায় তিন মিলিয়নের বেশি মানুষ ডিপ্রেশনে ভুগে।এটা হচ্ছে সব থেকে বড় ডিসঅর্ডার যেটা আমরা চোখে দেখি কিন্তু এড়িয়ে যাই। বিভিন্ন সামাজিক অজুহাতে তাকেই দোষ দেই যে সে এর জন্য দায়ী । কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই না। এরপর মানুষিক বিষাদগ্রস্থতা যা ডিপ্রেশনের থেকেও অনেক ভয়াবহ। প্রায় তিনশ মিলিয়নের বেশি মানুষ এই সমস্যায় ভোগে। এছাড়াও ইদানিং কালে আর একটি সমস্যার কথা খুব শুনা যাচ্ছে। তা হচ্ছে ‘বাই পোলার ডিসঅর্ডার’। এর পরিমাণ কিন্তু কম না। এটা আমাদের আচরণের মধ্যে প্রভাব ফেলে।

তিনি আরো বলেন, আমরা এখন মাল্টি ডায়মেনশনাল হয়ে গেছি। যেটা আমাদের জন্য একটা বড় সোশ্যাল স্ট্রেসের কারণ হয়ে গেছে। তাই এই বিষয় গুলো নিয়ে এখানে যে উদ্যোগ টা নেয়া হয়েছে সেই উদ্যেগের সাথে আমি একমত প্রকাশ করছি। মানুষকে উদ্দীপÍ করা এবং মানুষকে একা ভাবতে না দেয়া; এটা একটা বড় কাজ। সব ধর্মের বানী এটি। আমরা ইতোমধ্যে আমাদের মাস্টারপ্ল্যানে এটিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ছাত্রদের মনোজাগতিক বিষয়টি দেখভাল করব। এই মন থেকে সবকিছু শুরু হয়। হৃদয়ের চিন্তায় অনেক আবেগ থাকে, মনের চিন্তায় অনেক যুক্তি থাকে। এই যুক্তির জায়গাটা যদি কোন কারণে বিভাজিত হয়ে যায় তখন আমরা বিভ্রান্তিতে পড়ি। শারীরিকভাবে ও আর্থিকভাবে কোন কিছুই ঠিক থাকে না যদি আমরা মানসিকভাবে ভালো না থাকি। সেটা আমরা করোনাকালীন সময় প্রত্যক্ষ করেছি।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান- উল-ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের মানসিক সমস্যায় ভোগার প্রবণতা অনেক বেশি। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্র শিক্ষার্থীদের মানসিক সমস্যা দূরীকরণে সাইকোথেরাপি ইউনিট চালু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাবিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাইকোথেরাপি ইউনিট উদ্বোধন

Update Time : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে মানসিক স্বাস্থ্য কেন্দ্রর সাইকোথেরাপি ইউনিট ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ নভেম্বর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পশ্চিম পাশে এক অনুষ্ঠানে সাইকোথেরাপি ইউনিট ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এ সময় তিনি বলেন, বর্তমানে আমাদের যে অবস্থা সেই প্রেক্ষিতে মানসিক স্বান্থ্য অত্যান্ত যৌক্তিক একাটি বিষয়। কারণ বর্তমান সময়ে আমরা বেশ কিছু অস্বাভিক আচরণ লক্ষ করেছি। সেই নিরিখে আমরা এই বিষয় টি নিয়ে চিন্তা করছি।এক গবেষণায় দেখা গেছে বর্তমানে প্রায় তিন মিলিয়নের বেশি মানুষ ডিপ্রেশনে ভুগে।এটা হচ্ছে সব থেকে বড় ডিসঅর্ডার যেটা আমরা চোখে দেখি কিন্তু এড়িয়ে যাই। বিভিন্ন সামাজিক অজুহাতে তাকেই দোষ দেই যে সে এর জন্য দায়ী । কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই না। এরপর মানুষিক বিষাদগ্রস্থতা যা ডিপ্রেশনের থেকেও অনেক ভয়াবহ। প্রায় তিনশ মিলিয়নের বেশি মানুষ এই সমস্যায় ভোগে। এছাড়াও ইদানিং কালে আর একটি সমস্যার কথা খুব শুনা যাচ্ছে। তা হচ্ছে ‘বাই পোলার ডিসঅর্ডার’। এর পরিমাণ কিন্তু কম না। এটা আমাদের আচরণের মধ্যে প্রভাব ফেলে।

তিনি আরো বলেন, আমরা এখন মাল্টি ডায়মেনশনাল হয়ে গেছি। যেটা আমাদের জন্য একটা বড় সোশ্যাল স্ট্রেসের কারণ হয়ে গেছে। তাই এই বিষয় গুলো নিয়ে এখানে যে উদ্যোগ টা নেয়া হয়েছে সেই উদ্যেগের সাথে আমি একমত প্রকাশ করছি। মানুষকে উদ্দীপÍ করা এবং মানুষকে একা ভাবতে না দেয়া; এটা একটা বড় কাজ। সব ধর্মের বানী এটি। আমরা ইতোমধ্যে আমাদের মাস্টারপ্ল্যানে এটিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ছাত্রদের মনোজাগতিক বিষয়টি দেখভাল করব। এই মন থেকে সবকিছু শুরু হয়। হৃদয়ের চিন্তায় অনেক আবেগ থাকে, মনের চিন্তায় অনেক যুক্তি থাকে। এই যুক্তির জায়গাটা যদি কোন কারণে বিভাজিত হয়ে যায় তখন আমরা বিভ্রান্তিতে পড়ি। শারীরিকভাবে ও আর্থিকভাবে কোন কিছুই ঠিক থাকে না যদি আমরা মানসিকভাবে ভালো না থাকি। সেটা আমরা করোনাকালীন সময় প্রত্যক্ষ করেছি।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান- উল-ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের মানসিক সমস্যায় ভোগার প্রবণতা অনেক বেশি। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্র শিক্ষার্থীদের মানসিক সমস্যা দূরীকরণে সাইকোথেরাপি ইউনিট চালু করেছে।