৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ১৫৫ Time View

স্পোর্টস ডেস্কঃ

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজ হারায় টাইগাররা। এরপর এক এক হরে ফেরেন আরও চার ব্যাটার। তাতে চাপে পড়েছে সাকিব বাহিনী।

বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৫০ রান। আফিফ হোসেন (১৬) ও সাকিব আল হাসান (১) ব্যাটিং করছেন।

টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা আহামরি হয়নি। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। তারপর লিটন-শান্ত মিলে দারুণ জুটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বেশি লম্বা হয়নি তাদের ইনিংস। তাদের বিদায়ে ছন্দ পতন ঘটে ইনিংসের।

মিরাজ (৫) রানে ফিরে গেলে একপ্রান্ত আগলে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই শান্ত খেলেছেন। সাব্বিরের বদলে নেমে চেষ্টা করছিলেন। লিটনের সঙ্গে গড়েন ভালো জুটি। লিটনের বিদায়ে জুটি ভাঙতেই পরের ওভারে ফিরে যান শান্তি।

সোধিকে উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ৩৩ রানে। শান্তর ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার।

লিটনকে ফিরিয়ে দারুণ জুটিটি ভেঙেছেন ব্রেসওয়েল। তাদের জুটিতে যোগ হয়েছে ৪১ রান। সপ্তম ওভারে তারা যোগ করে ১২ রান। অষ্টম ওভারে এসে সাফল্য পান অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। সফট ডিসমিসালে তাকে ফিরতি ক্যাচ দিয়ে লিটন ১৫ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল দুটি চার।

এরপর্ মোসাদ্দেক হোসেনকে ২ রানে ফেরান সোধি আর ইয়াসির আলী আউট হন ব্রেসওয়েলের বলে।

Tag :

Please Share This Post in Your Social Media

৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Update Time : ০১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্কঃ

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজ হারায় টাইগাররা। এরপর এক এক হরে ফেরেন আরও চার ব্যাটার। তাতে চাপে পড়েছে সাকিব বাহিনী।

বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৫০ রান। আফিফ হোসেন (১৬) ও সাকিব আল হাসান (১) ব্যাটিং করছেন।

টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা আহামরি হয়নি। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। তারপর লিটন-শান্ত মিলে দারুণ জুটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বেশি লম্বা হয়নি তাদের ইনিংস। তাদের বিদায়ে ছন্দ পতন ঘটে ইনিংসের।

মিরাজ (৫) রানে ফিরে গেলে একপ্রান্ত আগলে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই শান্ত খেলেছেন। সাব্বিরের বদলে নেমে চেষ্টা করছিলেন। লিটনের সঙ্গে গড়েন ভালো জুটি। লিটনের বিদায়ে জুটি ভাঙতেই পরের ওভারে ফিরে যান শান্তি।

সোধিকে উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ৩৩ রানে। শান্তর ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার।

লিটনকে ফিরিয়ে দারুণ জুটিটি ভেঙেছেন ব্রেসওয়েল। তাদের জুটিতে যোগ হয়েছে ৪১ রান। সপ্তম ওভারে তারা যোগ করে ১২ রান। অষ্টম ওভারে এসে সাফল্য পান অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। সফট ডিসমিসালে তাকে ফিরতি ক্যাচ দিয়ে লিটন ১৫ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল দুটি চার।

এরপর্ মোসাদ্দেক হোসেনকে ২ রানে ফেরান সোধি আর ইয়াসির আলী আউট হন ব্রেসওয়েলের বলে।