৩০ ডিসেম্বর আসছে লাকীর দ্বিতীয় একক ‘নয়া নয়া ফুল’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ১২৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

মুক্তি পেতে যাচ্ছে সাবেক ছাত্রনেতা ও অ্যাক্টিভিস্ট লাকী আক্তারের দ্বিতীয় একক গান ‘নয়া নয়া ফুল’।

আগামী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় ইউটিউব চ্যানেল ‘গানের লাকী’তে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন শিল্পী। গানটির কথা ও সুর তার নিজেরই।

গানটি নিয়ে লাকী বলেন, ‘গানটি আমি ২০১৮ সালের ১৭ মে লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান। ক্যাম্পাসে গানের আড্ডায়, বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনে বহুবার এই গানটি গেয়েছি। তখন থেকেই বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা আমাকে গানটি প্রকাশ করার জন্য উৎসাহ জুগিয়ে আসছেন।’

তিনি আরও বলেন, ‘আশা করি নতুন বছরের আগমনীবার্তা হিসেবেও বাংলা গানের শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’

গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এ প্রসঙ্গে লাকী বলেন, ‘এর ভিডিও ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের টিকইল গ্রামে। এ গ্রামটি আলপনা গ্রাম নামেও পরিচিত। মিউজিক ভিডিও তৈরিতে গ্রামটির সাধারণ মানুষরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করেছেন।’

গানটির মিউজিক ভিডিওর ডিরেকশন ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন জাহিদুল ইসলাম সজীব।

যৌথভাবে ‘নয়া নয়া ফুল’-এর সংগীত আয়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক অভিজিৎ কুণ্ডু ও অভি চৌধুরী পার্থ। গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ। বাঁশি বাজিয়েছেন অয়ন ইসলাম ওলি, সারেঙ্গীতে ছিলেন শৌনক দেবনাথ ঋক, অ্যাকুস্টিক গিটারে কাইয়ুম রেজা, বেজ গিটারে রেজোয়ান সাজ্জাদ এবং হারমনিয়ামে অভিজিৎ কুণ্ডু।

এ ছাড়া ব্যাঞ্জোতে ফতেহ আলী খান আকাশ, বাংলা ঢোলে ছিলেন সৌরব দাস গুপ্ত, কাহন এবং পার্কেশন বাজিয়েছেন অভি চৌধুরী পার্থ।

এর আগে চলতি বছরের জুলাইয়ে নিজের সুরে ‘গাছেদের কান্না’ শিরোনামে প্রকাশ পায় লাকীর প্রথম একক গান।

Tag :

Please Share This Post in Your Social Media

৩০ ডিসেম্বর আসছে লাকীর দ্বিতীয় একক ‘নয়া নয়া ফুল’

Update Time : ১০:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

মুক্তি পেতে যাচ্ছে সাবেক ছাত্রনেতা ও অ্যাক্টিভিস্ট লাকী আক্তারের দ্বিতীয় একক গান ‘নয়া নয়া ফুল’।

আগামী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় ইউটিউব চ্যানেল ‘গানের লাকী’তে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন শিল্পী। গানটির কথা ও সুর তার নিজেরই।

গানটি নিয়ে লাকী বলেন, ‘গানটি আমি ২০১৮ সালের ১৭ মে লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান। ক্যাম্পাসে গানের আড্ডায়, বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনে বহুবার এই গানটি গেয়েছি। তখন থেকেই বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা আমাকে গানটি প্রকাশ করার জন্য উৎসাহ জুগিয়ে আসছেন।’

তিনি আরও বলেন, ‘আশা করি নতুন বছরের আগমনীবার্তা হিসেবেও বাংলা গানের শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’

গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এ প্রসঙ্গে লাকী বলেন, ‘এর ভিডিও ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের টিকইল গ্রামে। এ গ্রামটি আলপনা গ্রাম নামেও পরিচিত। মিউজিক ভিডিও তৈরিতে গ্রামটির সাধারণ মানুষরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করেছেন।’

গানটির মিউজিক ভিডিওর ডিরেকশন ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন জাহিদুল ইসলাম সজীব।

যৌথভাবে ‘নয়া নয়া ফুল’-এর সংগীত আয়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক অভিজিৎ কুণ্ডু ও অভি চৌধুরী পার্থ। গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ। বাঁশি বাজিয়েছেন অয়ন ইসলাম ওলি, সারেঙ্গীতে ছিলেন শৌনক দেবনাথ ঋক, অ্যাকুস্টিক গিটারে কাইয়ুম রেজা, বেজ গিটারে রেজোয়ান সাজ্জাদ এবং হারমনিয়ামে অভিজিৎ কুণ্ডু।

এ ছাড়া ব্যাঞ্জোতে ফতেহ আলী খান আকাশ, বাংলা ঢোলে ছিলেন সৌরব দাস গুপ্ত, কাহন এবং পার্কেশন বাজিয়েছেন অভি চৌধুরী পার্থ।

এর আগে চলতি বছরের জুলাইয়ে নিজের সুরে ‘গাছেদের কান্না’ শিরোনামে প্রকাশ পায় লাকীর প্রথম একক গান।