২৪ অক্টোবর বেলজিয়ামে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে যাবেন।

রোববার (২২ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ব্রাসেলসে আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন। সেখানে তিনি ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, এই সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ’র ঋণদাতা সংস্থা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৪০৭ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে অনুদান হিসেবে ৫৭ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দিবে ইআইবি।

Tag :

Please Share This Post in Your Social Media

২৪ অক্টোবর বেলজিয়ামে যাবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে যাবেন।

রোববার (২২ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ব্রাসেলসে আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন। সেখানে তিনি ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, এই সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ’র ঋণদাতা সংস্থা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৪০৭ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে অনুদান হিসেবে ৫৭ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দিবে ইআইবি।