১৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / ৪৭ Time View

পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ শেষে ১৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ শনিবার (৬ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে।

এদিকে, যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।

এদিকে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এরই মধ্যে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

Tag :

Please Share This Post in Your Social Media

১৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে আজ

Update Time : ১১:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ শেষে ১৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ শনিবার (৬ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে।

এদিকে, যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।

এদিকে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এরই মধ্যে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।