হাসান তারেক চৌধুরী এর নতুন বই ‘মস্তিষ্ক’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৯৬ Time View

রেজা শাহীন:

জীবনের নানা জটিল ও রহস্যময় ঘটনার পেছনে মস্তিষ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক আমাদের দেহ আর মনের মিশন কন্ট্রোল সেন্টার।

এই বইটিতে একদিকে মস্তিষ্কের গঠন ও কাজ সম্পর্কে একটি ধারণা দেয়া হয়েছে। অন্যদিকে আবেগ, স্মৃতি, অনুভব, স্বপ্ন, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, আমিত্ব, চেতনা ইত্যাদি বিষয়গুলো সহজভাবে আলোচনা করা হয়েছে। বইটিতে মস্তিষ্ক সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন লেখক হাসান তারেক চৌধুরী।

বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র। প্রচ্ছদ করেছেন সোহেল খন্দকার। কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নের ৪৩ নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও অমর একুশে বইমেলা ২০২৪ এ বইটি পাওয়া যাবে ভাষাচিত্রের প্যাভিলিয়নে।

লেখক হাসান তারেক চৌধুরির এটি ৮ম বই। এর আগে তাঁর লেখা ৭ টি বই প্রকাশিত হয়েছে। বইগুলোর নাম- ‘দ্বিখণ্ডিত’, ‘যুগলমানব’, ‘ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি’, ‘একটি তারা হাজার রাতের চাঁদ’, ‘সমান্তরাল’, ‘প্রত্যার্বতন’ এবং ‘সময়’।
বিজ্ঞান ও প্যারাসাইকোলজির মতো জটিল বিভিন্ন বিষয় সহজ করে গল্পের মধ্যে দিয়ে বলে যাচ্ছেন তিনি। তাঁর লেখা পাঠকমনে নতুন ভাবনা দুয়ার উন্মোচন করে দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

হাসান তারেক চৌধুরী এর নতুন বই ‘মস্তিষ্ক’

Update Time : ১০:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

রেজা শাহীন:

জীবনের নানা জটিল ও রহস্যময় ঘটনার পেছনে মস্তিষ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক আমাদের দেহ আর মনের মিশন কন্ট্রোল সেন্টার।

এই বইটিতে একদিকে মস্তিষ্কের গঠন ও কাজ সম্পর্কে একটি ধারণা দেয়া হয়েছে। অন্যদিকে আবেগ, স্মৃতি, অনুভব, স্বপ্ন, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, আমিত্ব, চেতনা ইত্যাদি বিষয়গুলো সহজভাবে আলোচনা করা হয়েছে। বইটিতে মস্তিষ্ক সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন লেখক হাসান তারেক চৌধুরী।

বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র। প্রচ্ছদ করেছেন সোহেল খন্দকার। কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নের ৪৩ নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও অমর একুশে বইমেলা ২০২৪ এ বইটি পাওয়া যাবে ভাষাচিত্রের প্যাভিলিয়নে।

লেখক হাসান তারেক চৌধুরির এটি ৮ম বই। এর আগে তাঁর লেখা ৭ টি বই প্রকাশিত হয়েছে। বইগুলোর নাম- ‘দ্বিখণ্ডিত’, ‘যুগলমানব’, ‘ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি’, ‘একটি তারা হাজার রাতের চাঁদ’, ‘সমান্তরাল’, ‘প্রত্যার্বতন’ এবং ‘সময়’।
বিজ্ঞান ও প্যারাসাইকোলজির মতো জটিল বিভিন্ন বিষয় সহজ করে গল্পের মধ্যে দিয়ে বলে যাচ্ছেন তিনি। তাঁর লেখা পাঠকমনে নতুন ভাবনা দুয়ার উন্মোচন করে দিয়েছে।