সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৯৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আবুল হোসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ভদ্র মানুষ। কথিত ‘দুর্নীতির ষড়যন্ত্রে’ তাকে অভিযুক্ত করা হলেও তিনি নির্দোষ প্রমাণিত হন।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আবুল হোসেনের মতো একজন দেশপ্রেমিক জনদরদী ব্যক্তিত্বের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। দেশের কল্যাণে মরহুম সৈয়দ আবুল হোসেনের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুম সৈয়দ আবুল হোসেনের রূহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Please Share This Post in Your Social Media

সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

Update Time : ০১:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আবুল হোসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ভদ্র মানুষ। কথিত ‘দুর্নীতির ষড়যন্ত্রে’ তাকে অভিযুক্ত করা হলেও তিনি নির্দোষ প্রমাণিত হন।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আবুল হোসেনের মতো একজন দেশপ্রেমিক জনদরদী ব্যক্তিত্বের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। দেশের কল্যাণে মরহুম সৈয়দ আবুল হোসেনের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুম সৈয়দ আবুল হোসেনের রূহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।