সালমা-জাহানারাকে নিয়ে ‘মেয়েদের ‌আইপিএল’ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১২৩ Time View

স্পোর্টস ডেস্কঃ কাগজে কলমে নাম ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। তবে বেশি পরিচিত ‘মেয়েদের আইপিএল’ নামেই। দুবাইয়ে জমজমাট সে আসর শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে।

এবার মেয়েদের আইপিএলে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার-অলরাউন্ডার সালমা খাতুন আর পেসার জাহানারা আলম।

আজ প্রথম দিনই মাঠে নামছে জাহানারার দল ভেলোসিটি। গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভার মুখোমুখি হবে তারা।

আগামীকাল (বৃহস্পতিবার) হবে সবচেয়ে কাঙ্খিত লড়াইটি। জাহানারা মুখোমুখি হবেন তারই স্বদেশি সালমার। সালমার দলের নাম ট্রেইলব্লেজার্স।

ভেলোসিটির হয়ে গত বছর ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছেন জাহানারা। তবে সালমার জন্য ‘মেয়েদের আইপিএল’ এবারই প্রথম।

জাহানারার দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় জাতীয় ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। সালমার দল ট্রেইলব্লেজারের নেতৃত্বে এবার স্মৃতি মান্ধানা। আরেক দল সুপারনোভার অধিনায়কত্বে হারমানপিত কাউর।

তিনটি দল পাঁচদিনের মধ্যে মোট চারটি ম্যাচ খেলবে। একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেরা দুই দল ফাইনালে লড়বে। টুর্নামেন্টের ফাইনাল ৯ নভেম্বর।

Tag :

Please Share This Post in Your Social Media

সালমা-জাহানারাকে নিয়ে ‘মেয়েদের ‌আইপিএল’ শুরু আজ

Update Time : ০৫:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্কঃ কাগজে কলমে নাম ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। তবে বেশি পরিচিত ‘মেয়েদের আইপিএল’ নামেই। দুবাইয়ে জমজমাট সে আসর শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে।

এবার মেয়েদের আইপিএলে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার-অলরাউন্ডার সালমা খাতুন আর পেসার জাহানারা আলম।

আজ প্রথম দিনই মাঠে নামছে জাহানারার দল ভেলোসিটি। গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভার মুখোমুখি হবে তারা।

আগামীকাল (বৃহস্পতিবার) হবে সবচেয়ে কাঙ্খিত লড়াইটি। জাহানারা মুখোমুখি হবেন তারই স্বদেশি সালমার। সালমার দলের নাম ট্রেইলব্লেজার্স।

ভেলোসিটির হয়ে গত বছর ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছেন জাহানারা। তবে সালমার জন্য ‘মেয়েদের আইপিএল’ এবারই প্রথম।

জাহানারার দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় জাতীয় ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। সালমার দল ট্রেইলব্লেজারের নেতৃত্বে এবার স্মৃতি মান্ধানা। আরেক দল সুপারনোভার অধিনায়কত্বে হারমানপিত কাউর।

তিনটি দল পাঁচদিনের মধ্যে মোট চারটি ম্যাচ খেলবে। একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেরা দুই দল ফাইনালে লড়বে। টুর্নামেন্টের ফাইনাল ৯ নভেম্বর।