সাভারে তেলের লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৪৫ Time View

।সাভারে তেলের লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪
সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান হেলাল (৩০) নামের এক ট্রাকচালক। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল। এরপর রাত ১টার দিকে মারা যান ওই ট্রাকের হেলপার সাকিব (১৫)। তারও শরীরের শতভাগ দগ্ধ ছিল।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনাস্থলেই ইকবাল নামে একজন ট্রাক হেলপার মারা যান। নজরুল ইসলাম নামে আরেকজন আড়তদারি ব্যাবসায়ী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নেওয়ার পর মারা যান।

ডা. মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আরও ছয়জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বর্তমানে ৪৫% দগ্ধ নিয়ে মিলন মোল্লা, ২০% দগ্ধ শিশু মিম, ১০% দগ্ধ নিয়ে আল আমিন, ৮% দগ্ধ নিয়ে নিরঞ্জন, ৫% দগ্ধ নিয়ে আব্দুস সালাম ও ১৫% দগ্ধ নিয়ে আলামিন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আরও পড়ুন

Tag :

Please Share This Post in Your Social Media

সাভারে তেলের লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪

Update Time : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

।সাভারে তেলের লরি উল্টে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪
সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান হেলাল (৩০) নামের এক ট্রাকচালক। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল। এরপর রাত ১টার দিকে মারা যান ওই ট্রাকের হেলপার সাকিব (১৫)। তারও শরীরের শতভাগ দগ্ধ ছিল।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনাস্থলেই ইকবাল নামে একজন ট্রাক হেলপার মারা যান। নজরুল ইসলাম নামে আরেকজন আড়তদারি ব্যাবসায়ী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নেওয়ার পর মারা যান।

ডা. মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আরও ছয়জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বর্তমানে ৪৫% দগ্ধ নিয়ে মিলন মোল্লা, ২০% দগ্ধ শিশু মিম, ১০% দগ্ধ নিয়ে আল আমিন, ৮% দগ্ধ নিয়ে নিরঞ্জন, ৫% দগ্ধ নিয়ে আব্দুস সালাম ও ১৫% দগ্ধ নিয়ে আলামিন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আরও পড়ুন