সংসদের শেষ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায়। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে এ অধিবেশন আহ্বান করেন। বর্তমান সংসদের ২৪তম অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে নয়টি বৈঠকে সম্পন্ন হয়।

সংবিধানে অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে, এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছিল

Tag :

Please Share This Post in Your Social Media

সংসদের শেষ অধিবেশন বসছে আজ

Update Time : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায়। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে এ অধিবেশন আহ্বান করেন। বর্তমান সংসদের ২৪তম অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে নয়টি বৈঠকে সম্পন্ন হয়।

সংবিধানে অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে, এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছিল