শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ১২২ Time View

 

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন’।

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি বলেন, ‘কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে প্রস্তুত। বাংলাদেশের জনগণ ও শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথ পরিবারের সব সদস্য উন্মুখ।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয় ২৯৯ আসনে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসনে জয় পায়। এছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এক আসনে ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইসি ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

Update Time : ১১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

 

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন’।

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি বলেন, ‘কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে প্রস্তুত। বাংলাদেশের জনগণ ও শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথ পরিবারের সব সদস্য উন্মুখ।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয় ২৯৯ আসনে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসনে জয় পায়। এছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এক আসনে ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইসি ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে।