শিগগির দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শনিবার পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে।

পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয় বলে মনে করেন কৃষিমন্ত্রী। তবে, ২৫ থেকে ৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। বলেন, আমরা বিষয়টা মনিটরিং করছি।

মজুদের জন্য কৃষকদের দোষারোপ করে মন্ত্রী বলেন, আমাদের কর্মকর্তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছেন, ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার আশায় অনেকেই ঘরে মজুদ করে রেখে দিচ্ছেন।

গত এক সপ্তাহে পেঁয়াজের দামে ধারাবাহিকতা রাখা যায়নি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও অসাধু আড়তদারদের কারণে গুদামে অনেক পেঁয়াজ পঁচে গেছে, বলেও জানান মন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

শিগগির দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি: কৃষিমন্ত্রী

Update Time : ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শনিবার পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে।

পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয় বলে মনে করেন কৃষিমন্ত্রী। তবে, ২৫ থেকে ৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। বলেন, আমরা বিষয়টা মনিটরিং করছি।

মজুদের জন্য কৃষকদের দোষারোপ করে মন্ত্রী বলেন, আমাদের কর্মকর্তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছেন, ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার আশায় অনেকেই ঘরে মজুদ করে রেখে দিচ্ছেন।

গত এক সপ্তাহে পেঁয়াজের দামে ধারাবাহিকতা রাখা যায়নি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও অসাধু আড়তদারদের কারণে গুদামে অনেক পেঁয়াজ পঁচে গেছে, বলেও জানান মন্ত্রী।