লাগেজের ভেতর মিলল তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ১৫১ Time View
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খালের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে একটি লাগেজ থেকে তারা ওই তরুণীর লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন টিম পৌঁছেছে। লাগেজের ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরাই প্রতিবন্ধী তরুণীকে হত্যা করে এখানে লাশ ফেলে যেতে পারে।

পুলিশ ওই তরুণীর পরিচয় ও হত্যার সঙ্গে কারা জড়িত তা বের করতে অনুসন্ধান শুরু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

লাগেজের ভেতর মিলল তরুণীর লাশ

Update Time : ০৮:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খালের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে একটি লাগেজ থেকে তারা ওই তরুণীর লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন টিম পৌঁছেছে। লাগেজের ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরাই প্রতিবন্ধী তরুণীকে হত্যা করে এখানে লাশ ফেলে যেতে পারে।

পুলিশ ওই তরুণীর পরিচয় ও হত্যার সঙ্গে কারা জড়িত তা বের করতে অনুসন্ধান শুরু করেছে।