লকডাউন শেষে সাত কলেজের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • / ২৩০ Time View
নিজস্ব প্রতিবেদক:

চলমান লকডাউন শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও ডিগ্রির স্থগিত পরীক্ষাগুলো ১০-১৫ দিনের নোটিশে শুরু করা হবে। শুক্রবার এ তথ্য জানান ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি জানান, ২০১৯ সনের ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন), ও ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ (নতুন সিলেবাস) অসমাপ্ত পরীক্ষাসমূহ- লকডাউন উঠে গেলে ১০/১৫ দিনের নোটিশে পরীক্ষা শুরু করা হবে। সেটা জুনেই হবে বলে আশা করছি।

সমন্বয়ক আরো বলেন, করোনা পরিস্থিতির অবনতিতে সাত কলেজের চলমান লিখিত-ব্যবহারিক যেসব পরীক্ষা স্থগিত হয়েছে এবং যেসব পরীক্ষা শুরুর জন্য রুটিন প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে স্থগিত হয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুততম সময়ের মধ্যেই শুরু করার চেষ্টা চলছে।

সাত কলেজের স্নাতকোত্তর ফাইনাল, প্রিলি ও স্নাতক ১ম, ২য়, ৩য় বর্ষের সব পরীক্ষাও দ্রুততম সময়ে নেয়ার জন্য কলেজগুলোর অধ্যক্ষরা চলতি মাসের ১৪ তারিখে জরুরি বৈঠকে বসবেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

লকডাউন শেষে সাত কলেজের পরীক্ষা

Update Time : ০১:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক:

চলমান লকডাউন শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও ডিগ্রির স্থগিত পরীক্ষাগুলো ১০-১৫ দিনের নোটিশে শুরু করা হবে। শুক্রবার এ তথ্য জানান ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি জানান, ২০১৯ সনের ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন), ও ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ (নতুন সিলেবাস) অসমাপ্ত পরীক্ষাসমূহ- লকডাউন উঠে গেলে ১০/১৫ দিনের নোটিশে পরীক্ষা শুরু করা হবে। সেটা জুনেই হবে বলে আশা করছি।

সমন্বয়ক আরো বলেন, করোনা পরিস্থিতির অবনতিতে সাত কলেজের চলমান লিখিত-ব্যবহারিক যেসব পরীক্ষা স্থগিত হয়েছে এবং যেসব পরীক্ষা শুরুর জন্য রুটিন প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে স্থগিত হয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুততম সময়ের মধ্যেই শুরু করার চেষ্টা চলছে।

সাত কলেজের স্নাতকোত্তর ফাইনাল, প্রিলি ও স্নাতক ১ম, ২য়, ৩য় বর্ষের সব পরীক্ষাও দ্রুততম সময়ে নেয়ার জন্য কলেজগুলোর অধ্যক্ষরা চলতি মাসের ১৪ তারিখে জরুরি বৈঠকে বসবেন বলেও জানা গেছে।