রেকর্ড গড়া হলান্ডকে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১০০ Time View

ক্রীড়া ডেস্ক:

নিজেকে পর্বতসম উচ্চতায় নিয়ে যাওয়ার পথে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্লিং হলান্ড। ৩৮ ম্যাচের আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

বুধবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলে প্রিমিয়ার লিগ যুগের আসরের সেরা গোলদাতাদের তালিকায় উঠে বসেন চূড়ায়।

ওয়েস্ট হামের বিপক্ষে সিটির ৩-১ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। যা এবারের প্রিমিয়ার লিগে তার ৩৫তম গোল। লিগ ইতিহাসে এটিই এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

৩৪ গোল নিয়ে এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোল। ১৯৯৩-৯৪ ও ১৯৯৪-৯৫ মৌসুমে দল ছিল মোট ২২টি করে। শিয়ারার ও কোল ম্যাচ পেয়েছিলেন ৪২টি করে। এবার সিটির ৩৩তম ম্যাচে তাদের পেরিয়ে গেলেন হলান্ড।

এমন এক অর্জনে ২২ বছর বয়সী নরওয়েইয়ানকে গার্ড অব অনার দিয়েছে সিটি। কোচ পেপ গার্দিওলাসহ কোচিং স্টাফের সব সদস্য ও খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে হলান্ডকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান।

পরে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা ওর প্রাপ্য ছিল। সে বিশেষ ধরনের স্ট্রাইকার। ওকে আমরা খুবই খুশি। একদিন লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ভেঙে যাবে, সম্ভবত ও-ই ভাঙবে। এ ধরনের বিশেষ উপলক্ষ এলে সেটা যে বিশেষ কিছু তা দেখাতে হয়।’

লিগের মাঝপথে ‘গার্ড অব অনার’ পেয়ে যারপরনাই আনন্দিত হলান্ড, ‘এটা আমার জন্য বিশেষ রাত, বিশেষ মুহূর্ত। আমি খুবই খুশি এবং গর্বিত। গার্ড অব অনারের সময় সবাই যেভাবে পিঠ চাপড়াচ্ছিল, ব্যথাও লেগেছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

রেকর্ড গড়া হলান্ডকে গার্ড অব অনার

Update Time : ০১:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক:

নিজেকে পর্বতসম উচ্চতায় নিয়ে যাওয়ার পথে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্লিং হলান্ড। ৩৮ ম্যাচের আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

বুধবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলে প্রিমিয়ার লিগ যুগের আসরের সেরা গোলদাতাদের তালিকায় উঠে বসেন চূড়ায়।

ওয়েস্ট হামের বিপক্ষে সিটির ৩-১ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। যা এবারের প্রিমিয়ার লিগে তার ৩৫তম গোল। লিগ ইতিহাসে এটিই এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

৩৪ গোল নিয়ে এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোল। ১৯৯৩-৯৪ ও ১৯৯৪-৯৫ মৌসুমে দল ছিল মোট ২২টি করে। শিয়ারার ও কোল ম্যাচ পেয়েছিলেন ৪২টি করে। এবার সিটির ৩৩তম ম্যাচে তাদের পেরিয়ে গেলেন হলান্ড।

এমন এক অর্জনে ২২ বছর বয়সী নরওয়েইয়ানকে গার্ড অব অনার দিয়েছে সিটি। কোচ পেপ গার্দিওলাসহ কোচিং স্টাফের সব সদস্য ও খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে হলান্ডকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান।

পরে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা ওর প্রাপ্য ছিল। সে বিশেষ ধরনের স্ট্রাইকার। ওকে আমরা খুবই খুশি। একদিন লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ভেঙে যাবে, সম্ভবত ও-ই ভাঙবে। এ ধরনের বিশেষ উপলক্ষ এলে সেটা যে বিশেষ কিছু তা দেখাতে হয়।’

লিগের মাঝপথে ‘গার্ড অব অনার’ পেয়ে যারপরনাই আনন্দিত হলান্ড, ‘এটা আমার জন্য বিশেষ রাত, বিশেষ মুহূর্ত। আমি খুবই খুশি এবং গর্বিত। গার্ড অব অনারের সময় সবাই যেভাবে পিঠ চাপড়াচ্ছিল, ব্যথাও লেগেছে।’