রূপগঞ্জের কারখানা থেকে ৫০ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • / ১৬৬ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লাগা কারাখানাটি থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে। কারখানা থেকে অনন্ত ৫০ মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিশু। পরিচয় শনাক্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিস থেকে তিনি জানতে পেরেছেন অন্তত ৫০ জন মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে।

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জের কারখানা থেকে ৫০ মরদেহ উদ্ধার

Update Time : ০২:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লাগা কারাখানাটি থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে। কারখানা থেকে অনন্ত ৫০ মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিশু। পরিচয় শনাক্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিস থেকে তিনি জানতে পেরেছেন অন্তত ৫০ জন মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে।