রুয়ান্ডার গণহত্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • / ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

আজ রুয়ান্ডার গণহত্যা দিবস। ১৯৯৪ সালের এই দিনে দেশটির হুতু সম্প্রদায় পরিচালিত গণহত্যায় নিহত হয়েছিল আট লাখের বেশি মানুষ।

১৯৯৪ সালের ৬ এপ্রিল উড়োজাহাজে করে রুয়ান্ডার রাজধানী কিগালি বিমানবন্দরের দিকে ফিরছিলেন দেশটির প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা ও প্রতিবেশী দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন এনতারিয়ামিরা। রুয়ান্ডায় দীর্ঘদিন ধরে চলা জাতিগত দ্বন্দ্ব নিরসনে শান্তি আলোচনা শেষে ফিরছিলেন তারা। ওই সময় উড়োজাহাজ লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই প্রেসিডেন্টসহ সব যাত্রী নিহত হন। এ ঘটনার জন্য তুতসি সম্প্রদায়কে দায়ী করে হুতিরা। দায়ী করেই তার ক্ষান্ত হয়নি, প্রেসিডেন্ট নিহত হওয়ার পরপর তারা তুতসিদের ওপর নৃশংস আক্রমণ শুরু করে। এমনকি প্রগতিশীল হুতিদেরও ছাড় দেয়নি তারা। প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা মৃত্যুর পর মাত্র ১০০ দিনে রুয়ান্ডায় হত্যা করা হয় প্রায় আট লাখ মানুষকে।

গণহত্যার ৩০ বছর পূর্তিতে রোববার থেকে এক সপ্তাহের জাতীয় শোক পালন শুরু করেছে রুয়ান্ডা। সরকারি টেলিভিশন ও রেডিওতে গান, খেলাধুলা ও চলচ্চিত্রগুলি সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী কাগামের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রুয়ান্ডার গণহত্যা দিবস আজ

Update Time : ০২:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

আজ রুয়ান্ডার গণহত্যা দিবস। ১৯৯৪ সালের এই দিনে দেশটির হুতু সম্প্রদায় পরিচালিত গণহত্যায় নিহত হয়েছিল আট লাখের বেশি মানুষ।

১৯৯৪ সালের ৬ এপ্রিল উড়োজাহাজে করে রুয়ান্ডার রাজধানী কিগালি বিমানবন্দরের দিকে ফিরছিলেন দেশটির প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা ও প্রতিবেশী দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন এনতারিয়ামিরা। রুয়ান্ডায় দীর্ঘদিন ধরে চলা জাতিগত দ্বন্দ্ব নিরসনে শান্তি আলোচনা শেষে ফিরছিলেন তারা। ওই সময় উড়োজাহাজ লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই প্রেসিডেন্টসহ সব যাত্রী নিহত হন। এ ঘটনার জন্য তুতসি সম্প্রদায়কে দায়ী করে হুতিরা। দায়ী করেই তার ক্ষান্ত হয়নি, প্রেসিডেন্ট নিহত হওয়ার পরপর তারা তুতসিদের ওপর নৃশংস আক্রমণ শুরু করে। এমনকি প্রগতিশীল হুতিদেরও ছাড় দেয়নি তারা। প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা মৃত্যুর পর মাত্র ১০০ দিনে রুয়ান্ডায় হত্যা করা হয় প্রায় আট লাখ মানুষকে।

গণহত্যার ৩০ বছর পূর্তিতে রোববার থেকে এক সপ্তাহের জাতীয় শোক পালন শুরু করেছে রুয়ান্ডা। সরকারি টেলিভিশন ও রেডিওতে গান, খেলাধুলা ও চলচ্চিত্রগুলি সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী কাগামের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা।