রিং শাইন টেক্সটাইলের সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ১৬ Time View

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডে সচিব নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান। পরিচলনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে তাকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত বছরের ২৪ মে কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ.এইচ.এম মুকবল হোসেন। মশিউর রহমান তার স্থানে স্থলাভিষিক্ত হবেন।

রিং শাইন টেক্সটাইল ২০১৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত জানুয়ারি পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে রিং শাইন টেক্সটাইলের মোট শেয়ারের সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩। এর মধ্যে ২১ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫৬ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ৭৯ শতাংশ শেয়ার আছে। বাকি ৫৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিং শাইন টেক্সটাইলের সচিব নিয়োগ

Update Time : ০৪:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডে সচিব নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান। পরিচলনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে তাকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত বছরের ২৪ মে কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ.এইচ.এম মুকবল হোসেন। মশিউর রহমান তার স্থানে স্থলাভিষিক্ত হবেন।

রিং শাইন টেক্সটাইল ২০১৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত জানুয়ারি পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে রিং শাইন টেক্সটাইলের মোট শেয়ারের সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩। এর মধ্যে ২১ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫৬ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ৭৯ শতাংশ শেয়ার আছে। বাকি ৫৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।