রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ৭১ Time View

রেজা শাহীন:

ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে জাতীয় গণমাধ্যমে লেখালেখির যাত্রা শুরু হয় রায়হান আহমেদ তামীমের। ছড়া, কবিতা, ফিচার লিখেছেন অসংখ্য। লেখালেখি করে পেয়েছেন পুরস্কারও।
অমর একুশে বইমেলা ২০২৪ এ এই তরুণ লেখকের কবিতার বই প্রকাশিত হচ্ছে। বইটির নাম ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করছে দূরবীণ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ এটি। বইটিতে ৪৩ টি কবিতা থাকবে।
বইটি সম্পর্কে জানতে চাইলে রায়হান আহমেদ তামীম বলেন, ‘যাবতীয় তুমি সমাচার আমার প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে স্থান পেয়েছে আমার লেখা বাছাইকৃত কিছু কবিতা। যার কিছু কিছু ইতোপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা, পোর্টালে প্রকাশিত হয়েছে। কবিতার মধ্যে রয়েছে প্রেম, দ্রোহ, রাজনীতি, রম্যসহ জীবনঘনিষ্ঠ নানা বিষয়। আশা করি বইটি পাঠকের মন জয় করবে। কবিতাপ্রেমীদের তৃষ্ণা নিবারণ করবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’

Update Time : ১২:১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

রেজা শাহীন:

ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে জাতীয় গণমাধ্যমে লেখালেখির যাত্রা শুরু হয় রায়হান আহমেদ তামীমের। ছড়া, কবিতা, ফিচার লিখেছেন অসংখ্য। লেখালেখি করে পেয়েছেন পুরস্কারও।
অমর একুশে বইমেলা ২০২৪ এ এই তরুণ লেখকের কবিতার বই প্রকাশিত হচ্ছে। বইটির নাম ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করছে দূরবীণ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ এটি। বইটিতে ৪৩ টি কবিতা থাকবে।
বইটি সম্পর্কে জানতে চাইলে রায়হান আহমেদ তামীম বলেন, ‘যাবতীয় তুমি সমাচার আমার প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে স্থান পেয়েছে আমার লেখা বাছাইকৃত কিছু কবিতা। যার কিছু কিছু ইতোপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা, পোর্টালে প্রকাশিত হয়েছে। কবিতার মধ্যে রয়েছে প্রেম, দ্রোহ, রাজনীতি, রম্যসহ জীবনঘনিষ্ঠ নানা বিষয়। আশা করি বইটি পাঠকের মন জয় করবে। কবিতাপ্রেমীদের তৃষ্ণা নিবারণ করবে।’