রাবিতে ‘আর্ট ইভেন্ট’ পরিবেশিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / ১৯২ Time View

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশিত হয়েছে আর্ট ইভেন্ট ‘পদচিহ্ন’, ‘কৃতি-বিকৃতি’, ‘আমিত্ত্ব’ এবং ‘জীবনের বুনন’। গতকাল শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে এই আর্ট ইভেন্টগুলো পরিবেশিত হয়।

আর্ট ইভেন্ট ‘পদচিহ্ন’, ‘কৃতি-বিকৃতি’, ‘আমিত্ত্ব’ এবং ‘জীবনের বুনন’ এ যথাক্রমে পারফরমেন্স করেছেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খুরশিদা জামান, জুখরুফার আলী কাশফা, লামিয়া ইসরাতের এবং সাদিকুর নাহার মহিমা।

নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক শাহরিয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিবেশনাটি নাট্যকলা বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অংশ হিসেবে নির্মিত হয়েছে।

বিভিন্ন বিষয় কেন্দ্রিক এই পারফরমেন্স আর্ট ইভেন্টের ছোট পরিসরের ১৮টি পরিবেশনার ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক বিভিন্ন পরিপ্রেক্ষিত ও বোধের অনুরণনের প্রয়াস তুলে ধরা হয়েছে।

আর্ট ইভেন্টটি বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে শুরু হয়ে চলবে আগামীকাল (০৭ আগস্ট) পর্যন্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

রাবিতে ‘আর্ট ইভেন্ট’ পরিবেশিত

Update Time : ০১:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশিত হয়েছে আর্ট ইভেন্ট ‘পদচিহ্ন’, ‘কৃতি-বিকৃতি’, ‘আমিত্ত্ব’ এবং ‘জীবনের বুনন’। গতকাল শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে এই আর্ট ইভেন্টগুলো পরিবেশিত হয়।

আর্ট ইভেন্ট ‘পদচিহ্ন’, ‘কৃতি-বিকৃতি’, ‘আমিত্ত্ব’ এবং ‘জীবনের বুনন’ এ যথাক্রমে পারফরমেন্স করেছেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খুরশিদা জামান, জুখরুফার আলী কাশফা, লামিয়া ইসরাতের এবং সাদিকুর নাহার মহিমা।

নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক শাহরিয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিবেশনাটি নাট্যকলা বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অংশ হিসেবে নির্মিত হয়েছে।

বিভিন্ন বিষয় কেন্দ্রিক এই পারফরমেন্স আর্ট ইভেন্টের ছোট পরিসরের ১৮টি পরিবেশনার ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক বিভিন্ন পরিপ্রেক্ষিত ও বোধের অনুরণনের প্রয়াস তুলে ধরা হয়েছে।

আর্ট ইভেন্টটি বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে শুরু হয়ে চলবে আগামীকাল (০৭ আগস্ট) পর্যন্ত।