রাত পোহালেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ২২১ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা:

রাত পোহালেই ভোট,পাচঁ বছর পর আবারো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আনন্দ ছড়িয়ে পড়েছে নগরী জুড়ে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বুধবার সকাল থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহণ।

প্রথম বারের মত ইলেকট্রনিক্স ভোটিং মেশিন(ইভিএম) ভোট গ্রহন হবে৷ এ নির্বাচনে মেয়র পদে মেয়র পদে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুই বারের মেয়র), মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছে ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দু’জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমদ জানান, ভোটের মাঠে ৩৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে৷ ৭৫ টি চেকপোষ্ট, ১০৫ টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি সহ ৯ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট সহ অর্থশতাধিক ম্যাজিষ্ট্যাট নিয়োজিত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাত পোহালেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

Update Time : ০১:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা:

রাত পোহালেই ভোট,পাচঁ বছর পর আবারো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আনন্দ ছড়িয়ে পড়েছে নগরী জুড়ে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বুধবার সকাল থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহণ।

প্রথম বারের মত ইলেকট্রনিক্স ভোটিং মেশিন(ইভিএম) ভোট গ্রহন হবে৷ এ নির্বাচনে মেয়র পদে মেয়র পদে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুই বারের মেয়র), মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছে ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দু’জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমদ জানান, ভোটের মাঠে ৩৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে৷ ৭৫ টি চেকপোষ্ট, ১০৫ টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি সহ ৯ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট সহ অর্থশতাধিক ম্যাজিষ্ট্যাট নিয়োজিত থাকবে।