রাণীনগরে ইউএনও’র অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ১২১ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রকল্প দেওয়ার নামে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনকে ফোন করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মার্চ) আনুমানিক দুপুর ১২টা থেকে এ ঘটনা ঘটছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এ ঘটনায় দুপুরেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ইউএনও। একইসাথে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন তিনি।

উপজেলার গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জানান, সোমবার দুপুর ১২ টার দিকে রাণীনগর ইউএনও স্যারের অফিসিয়াল মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসি করলে আমাকে জানানো হয়- নওগাঁতে প্রকল্পের টেন্ডার হচ্ছে। সেখানে ১০ হাজার ৭৮০ টাকা দিতে হবে। তাহলে আমি নাকি ওই প্রকল্পের টেন্ডারটি পাবো। এ সময় মোবাইল ফোনে কথা বলা ওই ব্যাক্তির কন্ঠ এবং কথাবার্তায় আমার সন্দেহ হলে বিষয়টি ইউএনও স্যারকে জানাই।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছে আমার অফিসিয়াল ফোন নম্বর থেকে ফোন করে প্রকল্প দেওয়ার নামে টাকা দাবি করা হচ্ছে- এমন তথ্য গোনা ও বড়গাছা ইউপি চেয়ারম্যান আমাকে জানায়। এ সময় আমি জানতে পারি আমার অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনকে ফোন করে টাকা দাবি করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি রাণীনগর থানায় জিডি করেছি এবং সবাইকে সতর্ক থাকতে ইউএনও রাণীনগর নওগাঁ অফিসিয়াল ফেসবুকে পোষ্ট করেছি।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ইউএনও স্যারের মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে একটি চক্র টাকা দাবি করছে বলে ইউএনও স্যার আমাকে জানিয়েছে। জিডি মূলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাণীনগরে ইউএনও’র অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

Update Time : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রকল্প দেওয়ার নামে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনকে ফোন করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মার্চ) আনুমানিক দুপুর ১২টা থেকে এ ঘটনা ঘটছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এ ঘটনায় দুপুরেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ইউএনও। একইসাথে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন তিনি।

উপজেলার গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জানান, সোমবার দুপুর ১২ টার দিকে রাণীনগর ইউএনও স্যারের অফিসিয়াল মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসি করলে আমাকে জানানো হয়- নওগাঁতে প্রকল্পের টেন্ডার হচ্ছে। সেখানে ১০ হাজার ৭৮০ টাকা দিতে হবে। তাহলে আমি নাকি ওই প্রকল্পের টেন্ডারটি পাবো। এ সময় মোবাইল ফোনে কথা বলা ওই ব্যাক্তির কন্ঠ এবং কথাবার্তায় আমার সন্দেহ হলে বিষয়টি ইউএনও স্যারকে জানাই।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছে আমার অফিসিয়াল ফোন নম্বর থেকে ফোন করে প্রকল্প দেওয়ার নামে টাকা দাবি করা হচ্ছে- এমন তথ্য গোনা ও বড়গাছা ইউপি চেয়ারম্যান আমাকে জানায়। এ সময় আমি জানতে পারি আমার অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনকে ফোন করে টাকা দাবি করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি রাণীনগর থানায় জিডি করেছি এবং সবাইকে সতর্ক থাকতে ইউএনও রাণীনগর নওগাঁ অফিসিয়াল ফেসবুকে পোষ্ট করেছি।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ইউএনও স্যারের মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে একটি চক্র টাকা দাবি করছে বলে ইউএনও স্যার আমাকে জানিয়েছে। জিডি মূলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।