রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৩৬ Time View

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। সকাল ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিল। বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন বলেন, সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে মানুষের বিক্ষোভের কারণে ঢাকামুখী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। অনেকে গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ও মাথায় নিয়েই গন্তব্যস্থলে যাচ্ছেন। এছাড়া অফিসগামী মানুষও পড়েছেন বিপাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ

Update Time : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। সকাল ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিল। বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন বলেন, সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে মানুষের বিক্ষোভের কারণে ঢাকামুখী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। অনেকে গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ও মাথায় নিয়েই গন্তব্যস্থলে যাচ্ছেন। এছাড়া অফিসগামী মানুষও পড়েছেন বিপাকে।