যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সিটি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ৮৯ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সিটি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলেক্ষে কুমিল্লার কোটবাড়ি নান্দনিক সিটি কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে কুমিল্লা সিটি কলেজের কর্মসূচীর অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিটি কলেজের অধ্যক্ষ মোঃ নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে। যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে হবে, সততার শিক্ষা দিতে হবে, দেশপ্রেশ জাগাতে হবে। দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ-রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে উৎসাহ সৃষ্টি করতে হবে। তাহলেই সোনার বাংলা বিনির্মান হবে, জতির জনক ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও স্কুল শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শহীদদের বিদেহী আত্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সিটি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Update Time : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সিটি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলেক্ষে কুমিল্লার কোটবাড়ি নান্দনিক সিটি কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে কুমিল্লা সিটি কলেজের কর্মসূচীর অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিটি কলেজের অধ্যক্ষ মোঃ নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য জাকির হোসেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে। যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে হবে, সততার শিক্ষা দিতে হবে, দেশপ্রেশ জাগাতে হবে। দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ-রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে উৎসাহ সৃষ্টি করতে হবে। তাহলেই সোনার বাংলা বিনির্মান হবে, জতির জনক ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও স্কুল শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শহীদদের বিদেহী আত্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।