মিরসরাইয়ে এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / ১৩২ Time View

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোররাতে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে।চুরিকৃত মোটরসাইকেল ও মালিকরা হলো, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক আশরাফের হিরো গ্ল্যমার ১২৫ সিসির রেজি. নং ঢাকা মেট্রাে ল-২০৯৮৬১ গাড়িটি, মিরসরাই পৌরসভার ব্যবসায়ী মো. সালাউদ্দিনের পালচার ১৫০ সিসির রেজি. নং চট্ট মেট্রো ল-১৪৬৬৮২ গাড়িটি, একমি কোম্পানির ইমাজ উদ্দিনের ডিসকভার ১১০ সিসির রেজি. নং ফেনী ল-১২৬৫১৪ এই গাড়িটি।ভুক্তভূগী সাংবাদিক আশরাফ জানান, ‘আমার গাড়িতে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা আরো একবার চুরি করার সময় চুরি করতে পারেনি । এইবার চুরি করে পেললো। রাতের কনো একমসয় চোরেরা ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে একে একে ঘরে রক্ষিত আমারটা সহ তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনা শুনছি। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলি ওসি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

মিরসরাইয়ে এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি

Update Time : ০৩:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোররাতে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে।চুরিকৃত মোটরসাইকেল ও মালিকরা হলো, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক আশরাফের হিরো গ্ল্যমার ১২৫ সিসির রেজি. নং ঢাকা মেট্রাে ল-২০৯৮৬১ গাড়িটি, মিরসরাই পৌরসভার ব্যবসায়ী মো. সালাউদ্দিনের পালচার ১৫০ সিসির রেজি. নং চট্ট মেট্রো ল-১৪৬৬৮২ গাড়িটি, একমি কোম্পানির ইমাজ উদ্দিনের ডিসকভার ১১০ সিসির রেজি. নং ফেনী ল-১২৬৫১৪ এই গাড়িটি।ভুক্তভূগী সাংবাদিক আশরাফ জানান, ‘আমার গাড়িতে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা আরো একবার চুরি করার সময় চুরি করতে পারেনি । এইবার চুরি করে পেললো। রাতের কনো একমসয় চোরেরা ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে একে একে ঘরে রক্ষিত আমারটা সহ তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনা শুনছি। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলি ওসি জানান।