মিয়ানমারে টিভি-ফোন-ইন্টারনেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৩৪ Time View

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে আটক করার পর রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। রাজধানী নিপিডসহ বড় শহরগুলোতে টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতাদের আটক করা হয়েছে। সোমবার ভোরে তাদের আটকের পরই আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী নিপিড ও প্রধান শহর ইয়াঙ্গুনের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন এমআর টিভির সম্প্রচারও বন্ধ রয়েছে। বিশ্বজুড়ে ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেট ব্লক জানিয়েছে, দেশটিতে ইন্টারনেটও ব্যবহার করা যাচ্ছে না।

নভেম্বরের নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি নিরঙ্কুশ বিজয় পায়। সেনাবাহিনী সমর্থিত বিরোধী জোট নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আসছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

মিয়ানমারে টিভি-ফোন-ইন্টারনেট বন্ধ

Update Time : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে আটক করার পর রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। রাজধানী নিপিডসহ বড় শহরগুলোতে টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতাদের আটক করা হয়েছে। সোমবার ভোরে তাদের আটকের পরই আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী নিপিড ও প্রধান শহর ইয়াঙ্গুনের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন এমআর টিভির সম্প্রচারও বন্ধ রয়েছে। বিশ্বজুড়ে ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেট ব্লক জানিয়েছে, দেশটিতে ইন্টারনেটও ব্যবহার করা যাচ্ছে না।

নভেম্বরের নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি নিরঙ্কুশ বিজয় পায়। সেনাবাহিনী সমর্থিত বিরোধী জোট নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আসছিল।