মালিতে যাত্রীবাহী বাসে জঙ্গি হামলায় নিহত ৩১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

মালির মধ্যাঞ্চলে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন বেসমরিক নাগরিক নিহত হয়েছে। একটি বাসে এই হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসচালককে হত্যা করে এবং যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানায়, বাসের অধিকাংশ যাত্রী ছিল নারী সদস্য, যারা বাজারে কাজ করতে যাচ্ছিল। অস্ত্রধারী লোকজন গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়।

জঙ্গি হামলার ঘটনাস্থলের কাছাকাছি শহর বনকাসের মেয়র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোঙ্গো ও বান্দিয়াগারা শহরের উপর দিয়ে সপ্তাহে দুই দিন যাতায়াত করায় বাসটি জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।

এছাড়াও আফ্রিকার সাহেল অঞ্চলটিতে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিদের হামলার মাত্রা বেড়েছে। এসব হামলা ইতোমধ্যে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের কয়েক হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মালিতে যাত্রীবাহী বাসে জঙ্গি হামলায় নিহত ৩১

Update Time : ০৪:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

মালির মধ্যাঞ্চলে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন বেসমরিক নাগরিক নিহত হয়েছে। একটি বাসে এই হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসচালককে হত্যা করে এবং যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানায়, বাসের অধিকাংশ যাত্রী ছিল নারী সদস্য, যারা বাজারে কাজ করতে যাচ্ছিল। অস্ত্রধারী লোকজন গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়।

জঙ্গি হামলার ঘটনাস্থলের কাছাকাছি শহর বনকাসের মেয়র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোঙ্গো ও বান্দিয়াগারা শহরের উপর দিয়ে সপ্তাহে দুই দিন যাতায়াত করায় বাসটি জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।

এছাড়াও আফ্রিকার সাহেল অঞ্চলটিতে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিদের হামলার মাত্রা বেড়েছে। এসব হামলা ইতোমধ্যে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের কয়েক হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।