ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটার উপস্থিতি ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

দেশের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের অষ্টাদশ লোকসভার নির্বাচন শুরু হয়েছে। সাত দফা ভোট পর্বের প্রথম দফায় শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে ভোট হয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৬০ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল সিকিমে। এই রাজ্যে ভোটের হার ৬৭ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজস্থানে-৫০ দশমিক ৩ শতাংশ।

ভোট চলাকালে পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দলই সহিংসতা, ভোটারদের ভয় দেখানো এবং পোলিং এজেন্টদের উপর হামলার অভিযোগ করেছে।মণিপুর রাজ্যের বিষ্ণুপুরের একটি ভোটকেন্দ্র থেকে গোলাগুলির বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইম্ফল পূর্ব জেলায় একটি ভোটকেন্দ্র ভাঙচুর করা হয়েছে। তামিলনাড়ুর সালেম জেলার ভোটকেন্দ্রে দুজন বয়স্ক ব্যক্তি ভোট দিতে এসে মারা গেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি এবার লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩৭০টিতে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটার উপস্থিতি ৬০ শতাংশ

Update Time : ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

দেশের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের অষ্টাদশ লোকসভার নির্বাচন শুরু হয়েছে। সাত দফা ভোট পর্বের প্রথম দফায় শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে ভোট হয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৬০ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল সিকিমে। এই রাজ্যে ভোটের হার ৬৭ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজস্থানে-৫০ দশমিক ৩ শতাংশ।

ভোট চলাকালে পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দলই সহিংসতা, ভোটারদের ভয় দেখানো এবং পোলিং এজেন্টদের উপর হামলার অভিযোগ করেছে।মণিপুর রাজ্যের বিষ্ণুপুরের একটি ভোটকেন্দ্র থেকে গোলাগুলির বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইম্ফল পূর্ব জেলায় একটি ভোটকেন্দ্র ভাঙচুর করা হয়েছে। তামিলনাড়ুর সালেম জেলার ভোটকেন্দ্রে দুজন বয়স্ক ব্যক্তি ভোট দিতে এসে মারা গেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি এবার লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩৭০টিতে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন।