ভাঙ্গায় বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / ১২০ Time View

জেলা প্রতিনিধিঃ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর আলম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা স্টারলাইন নামক একটি পরিবহন বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মাইনুদ্দিন ও তার শ্যালক সৌরভ নিহত হন। মারাত্মক আহত অবস্থায় মাইনুদ্দিনের ১০ বছর বয়সী কন্যা তাবাসসুমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত সৌরভের বাড়ী ভাঙ্গা উপজেলায়। আর মাইনুদ্দিনের বাড়ী নগরকান্দার মাঝারদিয়া ইউনিয়নে।
দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসচালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বর্তমানে নিহতদের লাশ ভাঙ্গা থানায় রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভাঙ্গায় বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

Update Time : ০৪:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

জেলা প্রতিনিধিঃ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর আলম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা স্টারলাইন নামক একটি পরিবহন বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মাইনুদ্দিন ও তার শ্যালক সৌরভ নিহত হন। মারাত্মক আহত অবস্থায় মাইনুদ্দিনের ১০ বছর বয়সী কন্যা তাবাসসুমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত সৌরভের বাড়ী ভাঙ্গা উপজেলায়। আর মাইনুদ্দিনের বাড়ী নগরকান্দার মাঝারদিয়া ইউনিয়নে।
দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসচালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বর্তমানে নিহতদের লাশ ভাঙ্গা থানায় রাখা হয়েছে।