বেদেরা এখন পাচ্ছে না সাপ,বানর খেলা দেখিয়ে চলে সংসার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ২৭০ Time View
নিজস্ব প্রতিনিধি:
বেদেরা এখন আর পাচ্ছে না সাপ। তাই হাটে-মাঠে-ঘাটে নেই সাপের খেলা। সাপের বিষ ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় বেদেদের সাপ। তাই হাড্ডিসার বানর দিয়ে খেলা দেখানোর আয়োজন। এ দিয়েই চলে সংসার।
.

লিটন বাইদার সংসার। দিনে রান্না হয় একবেলা। সকালে না খেয়েই কাজে বেরিয়ে ছিলেন আয়ের একমাত্র ভরসা কংকালসার বানরটি নিয়ে। একে দিয়ে খেলা দেখিয়েই চলে সংসার।

রাজধানীর মিরপুরের বেরিবাঁধ স্লুইচ গেইট এলাকায় তাঁবু টানিয়ে অস্থায়ীভাবে বসবাস করছে প্রায় চল্লিশটি বেদে পরিবার। দিনবদলের কারণে আশংকাজনক হারে কমে গেছে তাদের আয় রোজগার।

শুধুমাত্র বন বিভাগের নিষেধাজ্ঞার কারনেই নয়, সাপের বিষ ব্যবসায়ীরাও সাপ কিনে নিয়ে যায় বলে তাদের আর কারোরই এখন আর সাপ নেই। অর্থের অভাবে পেশাতেও বদলাতে পারছেন না কেউ।

তবে মানুষকে বোকা বানানোর ছলছাতুরিতে যারা দক্ষ, তাদের অবস্থা একটু ভিন্ন। তাদের তাবুর ভেতর আছে সৌর বিদ্যুৎ, টিভি এবং গ্যাস সিলিন্ডার।

সমাজসেবা অধিদপ্তরের হিসাবমতে সারা সারাদেশে বেদে আছেন প্রায় আট লাখ।  উপার্জন বিয়ে সন্তান পালন-পালনে বেদে নারীরাই প্রধান ভূমিকা পালন করে থাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

বেদেরা এখন পাচ্ছে না সাপ,বানর খেলা দেখিয়ে চলে সংসার

Update Time : ০৩:০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
নিজস্ব প্রতিনিধি:
বেদেরা এখন আর পাচ্ছে না সাপ। তাই হাটে-মাঠে-ঘাটে নেই সাপের খেলা। সাপের বিষ ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় বেদেদের সাপ। তাই হাড্ডিসার বানর দিয়ে খেলা দেখানোর আয়োজন। এ দিয়েই চলে সংসার।
.

লিটন বাইদার সংসার। দিনে রান্না হয় একবেলা। সকালে না খেয়েই কাজে বেরিয়ে ছিলেন আয়ের একমাত্র ভরসা কংকালসার বানরটি নিয়ে। একে দিয়ে খেলা দেখিয়েই চলে সংসার।

রাজধানীর মিরপুরের বেরিবাঁধ স্লুইচ গেইট এলাকায় তাঁবু টানিয়ে অস্থায়ীভাবে বসবাস করছে প্রায় চল্লিশটি বেদে পরিবার। দিনবদলের কারণে আশংকাজনক হারে কমে গেছে তাদের আয় রোজগার।

শুধুমাত্র বন বিভাগের নিষেধাজ্ঞার কারনেই নয়, সাপের বিষ ব্যবসায়ীরাও সাপ কিনে নিয়ে যায় বলে তাদের আর কারোরই এখন আর সাপ নেই। অর্থের অভাবে পেশাতেও বদলাতে পারছেন না কেউ।

তবে মানুষকে বোকা বানানোর ছলছাতুরিতে যারা দক্ষ, তাদের অবস্থা একটু ভিন্ন। তাদের তাবুর ভেতর আছে সৌর বিদ্যুৎ, টিভি এবং গ্যাস সিলিন্ডার।

সমাজসেবা অধিদপ্তরের হিসাবমতে সারা সারাদেশে বেদে আছেন প্রায় আট লাখ।  উপার্জন বিয়ে সন্তান পালন-পালনে বেদে নারীরাই প্রধান ভূমিকা পালন করে থাকে।