বৃষ্টিতে টস শুরু হতে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৫১ Time View

স্পোর্টস ডেস্কঃ

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলা চলছে। ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের রেকর্ড শিরোপাজয়ী দল ভারত। এবার রোহিত শর্মার দলের সাথে ফাইনাল খেলার লড়াইয়ে মুখোমুখি দুই সহ-আয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়েও টস হয়নি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সময়মত টস হয়নি।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর আপডেট জানিয়েছিল, ৩ টা ২০ মিনিটে টস হবে। তবে নতুন করে বৃষ্টি আসায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের টস হতে বিলম্ব হচ্ছে।

আজকের ম্যাচে যে দলেই জিতবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। আর বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলে, রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে পৌচ্ছে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লঙ্কানরা রান রেট পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তাদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে?
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটিতেও যথারীতি বৃষ্টির বাগড়া থাকছে। ওয়েদার চ্যানেল জানাচ্ছে, কলম্বোতে দিবারাত্রীর এই ম্যাচটিতে ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিবিসির ওয়েদার আপডেট বলছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

Tag :

Please Share This Post in Your Social Media

বৃষ্টিতে টস শুরু হতে বিলম্ব

Update Time : ০৪:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলা চলছে। ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের রেকর্ড শিরোপাজয়ী দল ভারত। এবার রোহিত শর্মার দলের সাথে ফাইনাল খেলার লড়াইয়ে মুখোমুখি দুই সহ-আয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়েও টস হয়নি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সময়মত টস হয়নি।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর আপডেট জানিয়েছিল, ৩ টা ২০ মিনিটে টস হবে। তবে নতুন করে বৃষ্টি আসায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের টস হতে বিলম্ব হচ্ছে।

আজকের ম্যাচে যে দলেই জিতবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। আর বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলে, রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে পৌচ্ছে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লঙ্কানরা রান রেট পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তাদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে?
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটিতেও যথারীতি বৃষ্টির বাগড়া থাকছে। ওয়েদার চ্যানেল জানাচ্ছে, কলম্বোতে দিবারাত্রীর এই ম্যাচটিতে ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিবিসির ওয়েদার আপডেট বলছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।